ঈশ্বর, তুমি মানুষ হও আগে // শেকস্ রাসেল

follow-upnews
0 0
যা বলেছি তোমায় মানতে হবে,
কোনো কৈফিয়ত নেই।
বলদ ছাড়া কাউকে আমি
কৈফিয়ত দিই না।
ঈশ্বর কতো শুধালো,
স্বর্গের খোয়াব দেখিয়ে বলল,
“একটু আমায় ডাকো শুধু,
তোমার জন্য বছরে একবার,
সব দেব তাতে তোমায়।”
ঐ ঈশ্বরটাকে বলেছি, “মানুষ হও আগে,
নইলে সব বলে দেব ওদের!
আমার পিতামহ বানিয়েছিল তোমায়
ক্রেতাদের চমকে দিতে, ভুলে গেছো?
সেই তুমি এখন স্রষ্টারও মাথায় চড়েছো!
নাহ! ভূত তাড়াতে আমি ভূত বানাব না,
আগে গজার লাঠি নিয়ে তোমায় তাড়াব।
ঠিক জানি প্রতিটি মানুষ সুন্দর ঈশ্বর হবে,
মহান এক ঈশ্বর লুকিয়ে আছে মানুষের মধ্যে,
অগ্রগামীদের আহ্বানে মানুষ জেগে উঠবে আবার,
সমর্পণ করো, তোমরা নিশ্চয়ই শীঘ্রই পরাজিত হবে।
ঈশ্বর, তুমি মানুষ হও আগে, মানুষ এখন ঈশ্বর হবে।


লেখক: লন্ডন প্রবাসী সাহিত্যিক
Next Post

আমার কলম থেকে কবিতা ঝরে না আর // বিক্রম আদিত্য

সাদা খাতা দেখলেই মনে হয় একটি কবিতা লিখে ফেলি। কিন্তু আমার কলম থেকে কবিতা ঝরে না আর। কবিতার নামে আসে শুধু গল্প। ভালোবাসার, ভালোলাগার গল্প হলেও হোতো। কিন্তু এ যে হিংসার গল্প, কষ্টের গল্প, চিরচেনা অপছন্দের গল্প। আমার কলম থেকে কবিতা ঝরে না আর ভেবেছিলাম আবার প্রেম করবো; কচি বয়সের […]
বিক্রম আদিত্য