Headlines

অদৃষ্টের লেখা প্রেমের কবিতা

শাহিদা সুলতানা
ভয় লাগে,
যদি বলে ফেলি!
বিধাতা আমার বয়সটা বাড়িয়ে দাও 
আরো বিশ বছর বেশি।
আমি যাব তার কাছে,
সে যেন হারিয়ে না যায় কোনো অজুহাতে।
মরে গেছি।
বাঁচাও! বাঁচাও!
শুষে নিতে চাই সবটুকু,
অকারণে, অকাতরে, নির্বিচারে।
প্রাণ ফিরে পেলে
না হয় আমার বিচার কোরো।
মানুষ জানে পুরোটাই ফাঁকি,
তবু তো তারা সম্মোহিত হয়ে জাদু দ্যাখে!
মহাশূন্য আছে শুধু জানি,
আমি তো তোমাকে আকাশ দেখি ভ্রমে।
আমি শুধু বড়ো হব?
তুমি ছোট হবে না?
অত বড় কি আমি হতে পারব কোনোদিন?
গ্রন্থে লেখা নেই শুধু,
ঈশ্বর জানে তুমি কত আপন ছিলে।