স্বাধীনতা // হাসনা হেনা

follow-upnews
0 0

স্বাধীনতা মানে মাথা উঁচু করে
বাঁচবার অধিকার
অনেক স্বপ্নে মোড়ানো স্বদেশ
বাঁচাবার অঙ্গিকার

স্বাধীনতা মানে পাখির ডানায়
অসীম আকাশ
সবুজের বুকে ঢেউ খেলানো
মৃদু-শান্ত বাতাস।

স্বাধীনতা মানে নীরব ধূলিকনায়
উচ্ছ্বাসের গান
বাংলা নামের তুমুল আলোড়নে
নদীর কলতান।

স্বাধীনতা মানে আঁধার ঠেলে আসা
রাঙারোদের হাসি
ঘাস ফড়িঙের ডানায় জড়াজড়ি প্রেম
শিশুর পাতারবাঁশি।

স্বাধীনতা মানে কাঁচা মিঠা বুলে
শিশুর ঠোঁটে বাংলা বর্ণমালা
খুব করে চাওয়া ক্ষুধার্তের সম্মুখে
মাছ-ভাত ভরা থালা।

স্বাধীনতা মানে সর্ষে ক্ষেতে তুমুল বাতাস
অঘ্রাণের ধানের গন্ধ
দুপুরের রোদে ঝিরিঝিরি হাওয়ায়
মটরশুঁটির ছন্দ।

স্বাধীনতা মানে দোয়েলের শিস
কাঁঠালিচাঁপার ডালে
শাপলার বুকে একটি দেশ
হাসছে উল্লাসে জলে।

স্বাধীনতা মানে বুনোলতায় জড়ানো
সবুজ অরণ্য
সবুজ-শ্যামল রূপবতী বাংলায়
জন্মে হয়েছি ধন্য।


হাসনা হেনা  Hasna Hena

Next Post

বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাঁচটি দিক থেকে ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ

বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধুই একটি স্বশস্ত্র জনযুদ্ধ ছিল না। এটি ছিল মানব মুক্তির সনদ, এবং তা শুধু বাংলার মানুষের জন্য নয়, বরং পুরো পৃথিবীর জন্য একটি দিক নির্দেশনা। মানুষের অর্থনীতি, রাজনীতি এবং সংস্কৃতির বিকাশ কেমন হওয়া উচিৎ—সে নির্দেশনা আমাদের মুক্তিযুদ্ধ তথা ’৭২-এর সংবিধানে ছিল। সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার প্রয়োজনীয় নতুন সঙ্ঘায়নটি আমরা […]
সংবিধানের জন্য প্রস্তাবিত চার মূলনীতি