প্রিয়তম আমার, রেখেছ কি পানপাত্র হাতের নাগালে? // শাহিদা সুলতানা

follow-upnews
0 0

আমি চলে যাচ্ছি।

আমার চিরচেনা চন্দ্রনিবাস ছেড়ে

অন্ধকার কেটে, বাতাসে ভর করে,

ডানায় ভেসে ভেসে

শীত শেষে যেমনটা ফিরে যায় অতিথি পাখি।

 

কত অনায়াস এই প্রয়ানের পথ

ভালবাসার মৃত্তিকার ঘ্রাণ

ফিকে হয়ে আসছে।।

ফিকে হয়ে আসছে

বেদনার তীব্র নীলের জলরং।

 

একদিন খোলা ছাদে দাঁড়িয়ে

কার্তিকের কুয়াশায় ভিজে

খুঁজেছি স্বাতী, অশ্বিনী অথবা রোহিণী কে।

তোমাকে খুঁজিনি কোনোদিন!

তবু কেবল তোমাকে ছাড়ার মুহুর্তেই

বাতাসে লোবানের গন্ধ ভেসেছিল।

 

শিবরঞ্জনীতে বেজে বেজে থেমে গেছে

বিষাদ ক্লান্ত বেহালার ছড়,

কেঁদে কেঁদে শুকিয়েছে গোলাপের পেলবতা ।

 

প্রিয়তম আমার,

তুমি কি আজ রাতে জ্বেলেছ

মোমের আলো আমার মঙ্গল কামনায়?

রেখেছ কি পানপাত্র হাতের নাগালে?


শাহিদা সুলতানা  শাহিদা সুলতানা

কবি, ডেপুটি সেক্রেটারি

Innovation Specialist, Access to Information(a2i) Project

PMO at Bangladesh civil service

Next Post

ছুরিকাঘাতকারী ঢাবি ছাত্রের সনদ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

অনিয়মে বাধা দেওয়ায় মেস ম্যানেজারকে (হলের শিক্ষার্থীদের নিজস্ব খাবারের ব্যবস্থা) ছুরিকাঘাতকারী সেই ছাত্রের সনদ বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। রোববার (০৫ নভেম্বর ২০১৭) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সনদ বাতিল হওয়া শিক্ষার্থী হলেন- দর্শন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের মো. আবু তালহা (অনার্স পরীক্ষা-২০১৩, রোল- […]
ছুরিকাঘাতকারী ঢাবি শিক্ষার্থী