আপনার প্রতিচ্ছবি কি ভুলে থাকা যায়?

follow-upnews
0 0

প্রতিটা মিনিট এত দীর্ঘ হয়?

এ যেন এক মহা শতাব্দীর মত!

পৃথিবীতে মানুষ না জন্মালে

এভাবে কে কার হত?

স্ফিত হৃদয়টাকে ফুটো করে

পারি কি আমি সন্ন্যাস হতে এমন?

ছায়া হয়ে সে আসে আমার চারপাশে,

আমি কি যেতে পারব ঘুমে

একদিনও  তারে না চুমে?

জীবন দেখেছে দস্যুতা,

জীবন দেখেছে দূরাত্মা।

আমি পারিনি কিছু দিতে তারে,

সে এসেছিল ঘোরে,

চলে গেছে হয়ত চিরতরে।

বিশ্বাসঘাতকতা!

মুহূর্তে নিশ্বেঃষ করে নিল আমায়,

আপনার প্রতিচ্ছবি কি ভুলে থাকা যায়?


কবি নাম প্রকাশে অনিচ্ছুক

Next Post

বিসিএস প্রিলি সাজেশন: নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন-২

পূর্ব প্রকাশের পর ১. নিচের কোনটি সুশাসন প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত? ♣ জবাবদিহিতা ২. দুর্বল শাসনব্যবস্থা থেকে উত্তরণের ক্ষেত্রে কোনটি সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে? ♣ জবাবদিহিতা ৩. সুশাসনের মূল লক্ষ্য কী? ♣ জবাবদিহিতা ৪. অপসংস্কৃতির দ্বারা কোন ধরনের মূল্যবোধ ব্যাহত হয়? ♣ সামাজিক ৫. জাতীয় সত্তার দর্পণ হিসেবে বিবেচিত নিচের […]
বিসিএস