নিঃসরিত জীবনের গ্রন্থিত অভিলাষ

বাগেরহাট

ঠিকই দেখতে পাই

ভালোবাসাগুলো ঘুরঘুর করে

আমার চারপাশে।

ঘুরেফিরে হুল্লোর শেষে আবার আসে,

আমাকে ঘিরে থাকা বিশুদ্ধ

অনিশ্চয়তার দেয়ালে ধাক্কা খেয়ে

বেহুশ হয়ে ফিরে যায় 

তোমার মতো 

একই পথে নীরবে।

বিযুক্ত হও,

যদি নতুন কিছু বলতে চাও।

নতুবা তুমি একই নর্দমার

পরিশ্রুত সন্মুখভাগ মাত্র।

শীর্ণকায় বৃদ্ধও তো বাঁচে—

কোরআন, গীতা, ত্রিপিঠক

বাইবেল, বেদ বুকে নিয়ে।

তবু সে বাঁচে

জীবনের শ্রেষ্ঠত্ব প্রমাণে।

বরফ হয়ে হয়ে হয়েছে এক হিমালয়।

গলবে যদি তুমি উঠতে পারো,

পরশ বুলাও, ভুলাও যদি—

মুহূর্তে আমরা হব মহাসমুদ্র।

বিত্রস্থ করে অসময়!

ভয়ঙ্কর কিছু অনুভূতি শুধু বিপন্ন করে,

যেন কোনো এক নিষ্পাপ ছোট্ট শিশু

সজোরে লাথি মেরে

গুড়িয়ে দিয়েছে সুপ্ত একটি আগ্নেয়গিরি।


দিব্যেন্দু দ্বীপ