“মানুষ ভজলে সোনার মানুষ হবি”

follow-upnews
0 0

মানুষ ভজলে সোনার মানুষ হবি

মানুষ ভজলে সোনার মানুষ হবি।

মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।।

এই মানুষে মানুষ গাথা
গাছে যেমন আলকলতা।
জেনে শুনে মুড়াও মাথা
জাতে ত্বরবি।।

দ্বিদলে মৃণালে
সোনার মানুষ উজলে।
মানুষ গুরুর কৃপা হলে
জানতে পাবি।।

এই মানুষ ছাড়া মন আমার
পড়বি রে তুই শূন্যকার।
লালন বলে মানুষ আকার
ভজলে তারে পাবি।।

Next Post

নিঃসরিত জীবনের গ্রন্থিত অভিলাষ

♠ ঠিকই দেখতে পাই ভালোবাসাগুলো ঘুরঘুর করে আমার চারপাশে। ঘুরেফিরে হুল্লোর শেষে আবার আসে, আমাকে ঘিরে থাকা বিশুদ্ধ অনিশ্চয়তার দেয়ালে ধাক্কা খেয়ে বেহুশ হয়ে ফিরে যায়  তোমার মতো  একই পথে নীরবে। ♠ বিযুক্ত হও, যদি নতুন কিছু বলতে চাও। নতুবা তুমি একই নর্দমার পরিশ্রুত সন্মুখভাগ মাত্র। ♠ শীর্ণকায় বৃদ্ধও তো […]
বাগেরহাট