Headlines

পরাভৃতের প্রেম- প্রেমের কবিতা

প্রেমের কবিতা

♣♥♦

ঈশ্বরও এক

তুমিও এক!

এ জীবন

এমনই থাক!

 

♣♥♦

গণ্ডি কেটে আসতে পারো?

আকাশ  হতে পড়তে পারো?

আমায় ভালো বাসতে পারো?

পারো না।

 

♣♥♦

যদি আমার দুঃসাহস হতো,

স্বপ্ন ক্ষণিক সত্যি হতো!

হয়ত ফাঁসির দণ্ড হতো,

তবু যদি এভাবে কিছু প্রেম হতো!

 

♣♥♦

একদিন তুমিও ঠিক বৃদ্ধ হবে,

একদিন তুমিও এমন একলা হবে। 

আমি অপেক্ষারত–

সেই দিনটা আসবে কবে!


শেকস্ রাসেল

লন্ডন, যুক্তরাজ্য