পরাভৃতের প্রেম- প্রেমের কবিতা

follow-upnews
0 0

♣♥♦

ঈশ্বরও এক

তুমিও এক!

এ জীবন

এমনই থাক!

 

♣♥♦

গণ্ডি কেটে আসতে পারো?

আকাশ  হতে পড়তে পারো?

আমায় ভালো বাসতে পারো?

পারো না।

 

♣♥♦

যদি আমার দুঃসাহস হতো,

স্বপ্ন ক্ষণিক সত্যি হতো!

হয়ত ফাঁসির দণ্ড হতো,

তবু যদি এভাবে কিছু প্রেম হতো!

 

♣♥♦

একদিন তুমিও ঠিক বৃদ্ধ হবে,

একদিন তুমিও এমন একলা হবে। 

আমি অপেক্ষারত–

সেই দিনটা আসবে কবে!


শেকস্ রাসেল

লন্ডন, যুক্তরাজ্য

Next Post

বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী

মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন, তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে। – জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান   ১৯২০: ১৭ মার্চ, গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। ১৯২৭: সাত বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে জাতিরজনকের প্রাতিষ্ঠানিক ছাত্রজীবনের সূচনা […]
শেখ মুজিবুর রহমান