পাখিটা অন্ধকারে হারিয়ে গেছে

Bird, cage and sky

 

 

 

 

 

 

পাখি উড়ে গেছে খাঁচার সাথে,

একলা

আকাশ বাঁধতে পারেনি তাকে।

পাখি তো উড়তে শেখেনি,

তাই

খাঁচাটি উড়ে গেছে নিজ গাঁয়ে,

দোষ কি তার তাতে?

চেনা দুঃখ চেনা সুখ ভুলবে সে

কীসের মোহে?

পাখিটার তো আকাশ ছিল–

পারবে কি সে ভুলে গিয়ে

থাকতে ঐ গাঁয়ে?

ওখানে কি কোনো

খোলা জানালা আছে?

ও কি পারবে

লুকিয়ে এক পলক দেখতে আমায়?

আমি না হয় বৃষ্টি হব,

বজ্রপাতে শাঁসিয়ে যাব,

শিশির হয়ে দুর্বাঘাসে লুকিয়ে রব।

সে কি এসে কচি পায়ে

আমায় পরশ বুলিয়ে যাবে?

আমি কি তার খেলার দিনের রোদ হব,

নাকি শুধু হন্যে হব?

একদিন তো ঠিক মরেই যাব।

স্বপ্নগুলো ছড়িয়ে রবে

ও কি আসবে কুড়িয়ে নিতে?

ও কি পারবে আরও বড় একটা আকাশ হতে?


দিব্যেন্দু দ্বীপ