বাংলা মাগো! তুমি আজ ঘুমিয়েই থাকো
অলখে পাথার বাহিয়া,
পরীদের গান শুনিয়া।
বাংলা মাগো! তুমি আজ ঘুমিয়েই থাকো।
ওঠে উঠুক ঐ আলোর রবি,
আসে আসুক ঐ বসন্ত ছবি।
তোমাকে যদি আজ জাগাই আমি,
বলবে এতো সেই রক্তমাখা ফেব্রুয়ারি,
করেছিলো ওরা এদিনেইতো
আমার কোলটা খালি।
বাছা! বাছা! তুই কোথায় গেলি?
আয়! করে দে আমার কোলটা ভরি।
অশ্রু গড়িয়ে পড়বে তোমার স্নিগ্ধ অাঁখি থেকে;
বলো মা! কী করে জাগাবো তোমাকে?
বাংলা মাগো! তুমি আজ ঘুমিয়েই থাকো–
শিমুল, বকুল, সজিনা ফুলে,
খুশি বেশ আজ বটের মূলে।
আলোকলতা বন্য ফুলে; বলছে মাগো কেঁদো নারে।
আমরা আছি তোমার পাশে।
এনে দেব তোমায় সারা বিশ্বের সম্মান,
সারা বিশ্বে প্রথমেই হবে তোমার নাম।
বাংলা মাগো! তুমি আজ ঘুমিয়েই থাকো,
কারো, ঘুমিয়েই দোয়া করো।
তোমরা মুখটা উজ্জ্বল করতে পারি আমরা যেনো।
উঠো সেদিন ঘুম থেকে মা, যেদিন দু:খ যাবে ঘুচে।
বলবে তুমি স্বার্থক আমি হারিয়েও মোর ছেলে।।