ভালোবাসা দিবসের কবিতা: প্রেমে থাকুক ছেলে-বুড়ো সবাই

ভালোবাসা দিবসের কবিতা। উৎসর্গ: যারা মানব সত্তা বোঝে।


 

শুনতে কি পাও কোনো প্রতিধ্বনি?

ওটা আমাদের এতদিন না বলার কথার মৃতপ্রায় আত্মা।

 

কী হয়েছে এ জীবনে?

কী হয় এ জীবনে?

শুধু জীর্ণ হওয়া-

তাই তো প্রাণপনে ছুঁতে চাওয়া,

অজুহাতে আজ কাছে পাওয়া।

 

পাত্র বদলালে যদি

গরল অমৃত হয়,

এ সুযোগ কেন ছাড়তে বলো

তোমরা মানবেরে

অহেতুক শুদ্ধতার অজুহাতে?

 

আমি জুবুথুবু এমন,

তুমি হাত ধরে নিয়ে চলো

সীমান্তের ওপার–

একপাশে বিএসএফ, অন্যপাশে বিজিবি

মাঝখানে আমরা দুর্নিবার।

 

বোমা মেরে উত্তর কোরিয়া

উড়িয়ে দেবার মতো

আজ তুমি উড়িয়ে দাও আমায়,

আজ তুমি একটা ডোনাল্ড ট্রাম্প হও।

 

খেয়ে নিই আমরা দুজন

প্রাণ পুরে তিন বেলা আজ,

এরপর প্রেমের গল্পে ব্রত্য হব।

 

সূর্যও কোনোদিন ছোঁয়নি যারে,

পণ করেছে আজ সে

প্রথম দেখায় মানুষ হবে।

 

খালে বিলে আমি স্থিতধী,

তাই বলে

সাগরে কি বাধ মানি?

 

তুমি না হয় শুধু স্মৃতি হলে,

তবু যেন দিনটা আজ বৃথা না যায়।

 

আগন্তুক, চলো—

আমরা একটি অকপট ভুল করি আজ,

একদিন ভালোবেসে শুধরে নেবার জন্য।

 

পরিব্রাজক, চলো—

আজ আমরা অন্ধকারে যাই,

আলোকিত হই পরস্পরে

সুগভীর মগ্নতায়।

 

একটা পানশালা থাকত যদি এমন

যেখানে বিনামূল্যে

ভ্যালেন্টাইনের ভালোবাসা মেলে!

শুষে নেয় মন-মস্তিষ্কে

ফুঁশে ওঠা হঠাৎ প্রয়োজন।

 

বিষে বিষ ক্ষয়

এভাবেও অনেক প্রেম টিকে রয়।

দিব্যেন্দু দ্বীপ


ভালোবাসা