দূরত্ব
সূর্যের কমলা রঙ নিভে গেলে
রাত নামে আর
তারপর সারা রাত জ্বলে জ্বলে
ভোরের চিতায় মিশে যায়
সব নক্ষত্রের গল্প।
এক অনিন্দিত সুন্দরের প্রতীক্ষায়
শুরু হয় প্রতিটা প্রেমের গল্প,
তবুও এগুলো কোনদিন
দেখে না শেষের দৃশ্য
মিলনান্তক সিনেমার মতো।
সেই ভোর থেকে বরফের চাই ভেঙে
আমরা হেঁটেছি পরস্পরের দিকে
দুটি ভিন্ন প্রান্তর থেকে
অথচ কখন গিয়েছি পেরিয়ে,
এখন উল্টো পথে
কেবলই বাড়ছে দূরত্ব
প্রতিটি পদক্ষেপে, প্রতিদিন
একটু একটু করে।