Headlines

শাহিদা সুলতানার কবিতা: স্মৃতিভ্রমে নষ্ট হবে এঁকে রাখা সব

Shahida Sultana

এ বছর ভুলে গেছো
নীল খামে ভরে
পাঠাতে প্রিয় পঙক্তিমালা
আমার একান্ত দিনে–
ঘড়ির কাঁটা শূন্য থেকে শুরু হয়ে
আবার মিলিয়ে গেল শূন্যে–
টেবিল ভরা অসংখ্য তোড়ার ভিড়ে পাইনি খুঁজে
সাদা অলকানন্দার গুচ্ছ।

একদিন আমারও বাড়বে বয়স
স্মৃতিভ্রমে নষ্ট হবে এঁকে রাখা সব
ভ্রমণ পরিকল্পনা–
এপিটাফে মোড়া পালকিতে
একা একা ভাতঘুম দিতে দিতে
ভুলে যাবো তোমার পায়ের আওয়াজ
সেইসব রংধনু ছুটির দুপুরে!


শাহিদা সুলতানা   

Deputy Secretary at Government of Bangladesh

Innovation Specialist, Access to Information(a2i) Project

PMO at Bangladesh civil service