আলোকচিত্রে বাগেরহাট জেলার কচুয়া উপজেলা

follow-upnews
0 0
কচুয়া সদর
থানা রোড, কচুয়া সদর।
আন্ধারমানিক
কচুয়া সদরের সাথে উত্তরের তিনটি ইউনিয়নকে যুক্ত করেছে এই ব্রিজটি।
কচুয়া, বাগেরহাট
নদীটি একসময় প্রশস্ত ছিল, তবে প্রবাহ কমে গিয়ে এটি এখন শীর্ণকায়।
আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ
নান্দনিক এ ভাস্কর্যটি রয়েছে কচুয়ায় অবস্থিত সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ চত্বরে।
কচুয়া-গোপালপুর
এ স্থানটিতে নির্মিত হচ্ছে একটি নাগরিক স্বাস্থ্যসেবাকেন্দ্র।
কচুয়া
কচুয়ার খেলার মাঠে ঢুকতে চোখে পড়বে পুরনো আমলের এ কালভার্টটি।

—চলবে

এই ফিচারটিতে ধারাবাহিকভাবে স্থিরচিত্র এবং আলোকচিত্র যুক্ত হবে। 

Next Post

শাহিদা সুলতানার কবিতা: স্মৃতিভ্রমে নষ্ট হবে এঁকে রাখা সব

এ বছর ভুলে গেছো নীল খামে ভরে পাঠাতে প্রিয় পঙক্তিমালা আমার একান্ত দিনে– ঘড়ির কাঁটা শূন্য থেকে শুরু হয়ে আবার মিলিয়ে গেল শূন্যে– টেবিল ভরা অসংখ্য তোড়ার ভিড়ে পাইনি খুঁজে সাদা অলকানন্দার গুচ্ছ। একদিন আমারও বাড়বে বয়স স্মৃতিভ্রমে নষ্ট হবে এঁকে রাখা সব ভ্রমণ পরিকল্পনা– এপিটাফে মোড়া পালকিতে একা একা […]
Shahida Sultana