আজ প্রখ্যাত চলচ্চিত্রকার ও কথাসাহিত্যিক জহির রায়হানের অন্তর্ধান দিবস

follow-upnews
0 0

আজ ৩০ জানুয়ারি। প্রখ্যত চলচ্চিত্রকার ও কথাসাহিত্যিক জহির রায়হানের অন্তর্ধান দিবস।

১৯৭২ সালের ৩০ জানুয়ারি তার বড় ভাই শহীদুল্লা কায়সারকে খুঁজতে গিয়ে বিহারীদের হাতে প্রাণ হারান জহির রায়হান।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই জহির রায়হান নির্মাণ করেছিলেন ‘স্টপ জেনোসাইড’ চলচ্চিত্র। এই চলচ্চিত্রে জহির রায়হান যে শুধু গণহত্যা কিংবা নির্যাতিত মানুষের প্রতিচ্ছবি দেখিয়েছেন তা না, তিনি মুক্তিকামী মানুষের মুক্তির জন্যে প্রতিরোধ যুদ্ধটাকেও তুলে এনেছেন। বাংলাদেশের মুক্তিসংগ্রামকে তিনি দেখেছিলেন দুনিয়া জুড়ে চলা সব মুক্তিসংগ্রামের অংশ হিসেবে।

‘‘স্টপ জেনোসাইড” গণহত্যা বিরোধী, মানবাধিকারের পক্ষে এক সুতীব্র, শিল্পিত দলিল।” 

Next Post

সংসদে ‘আজহারী-মাজহারীদের’ এক হাত নিয়েছেন লোক-সঙ্গীত শিল্পী মমতাজ

আমরা দেখেছি, আগের যে আমলগুলো, আমরা কিন্তু ভুলে যাইনি, ২০০১-এ বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় এসে সকল শিল্পীদের গানবাজনা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল, মাননীয় স্পিকার। তারা এমনভাবে করেছিল— প্রত্যেকটা আসরে, প্রত্যেকটা মাজারে, সিনেমা হলে, উদিচিতে, রমনা বটমূলে— একসাথে সিরিজ বোমা হামলা করেছে ৬৪টি জেলায়। কোথায় তারা বোমা না মেরেছে? প্রত্যেক জায়গায় এই […]
Momtaz Begum