Headlines

স্বর্গের নেশা নেই আমার // দিব্যেন্দু দ্বীপ

Shahida Sultana
নেতৃত্ব, ক্ষমতা—
নষ্ট দিনের শ্রেষ্ঠত্বের লড়াই,
শুধু ক্লান্তিই বাড়ায়।
এর চেয়ে নিমগ্নতা ভালো
হোক ব্যর্থ,
তবু আনমনে তোমাকে ভালোবাসা ভালো।
মায়া লাগে,
বলতে পারি না,
আকাশের জন্য মেঘের কান্না—
আকাশ ভাববে এ  শুধু
ভর করে
ভেসে বেড়ানোর বাহানা!
নীল বিন্দুটা তবু কিছু স্বস্তি দেয়,
সঙ্গ পাই,
তুমি কী তবে … মিলাই,
কিছুই মেলে না,
নির্ঘুম রাতে কাজের ফাঁকে
মায়া বাড়ে, আমার দুঃখ বাড়ে।
যেদিন মরে যাব,
ভাববে, আহ! ছেলেটা—
পথিকের কথা কে কবে
এর চেয়ে বেশি মনে রেখেছে বলো?
লক্ষ কোটি মাইল দূর থেকে
ধেয়ে আসা উল্কাপিণ্ড
ঠিকই একদিন মিলিয়ে যাবে আকাশে।
পৃথিবী চেনে হোবা,
পৃথিবী চেনে মিবোজি,
যারা পতিত হতে পেরেছে!
পৃথিবী জানবে না কোনোদিন
এর চেয়ে বিশাল এক আলোকসজ্জা
ঠিক কত বেগে ধেয়ে এসে
মিলিয়ে গিয়েছে অনেক দূরে
আকাশে, এক রাশ বিষন্ন বাতাসে।
সমর্পিত হয়েছি
কাঙ্গাল হতে চাই না। 
পূজা করব ঠিকই,
স্বর্গের নেশা যে নেই আমার!
অত সুখ সইবে না।
ভেতরে দানবীয় অহংকার।
বিনয়ের ভণিতাটুকু দিয়ে
বেঁচে থাকে আমার স্বজন,
আমি বাঁচি না, মৃত্যু হয় হররোজ।
তবু সত্যি তোমার কাছে ভেঙ্গেছি,
কিছুটা বেঁচে উঠেছিও!