তোমার নাগাল পেতে // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0
হীরক খণ্ড খুড়ে আনার সাধ্য নেই আমার,
তবু তোমার নেশা এমনই দুর্নিবার!
আমি চাই বৃদ্ধ হতে,
তবু তোমার নাগাল পেতে।
আর মাত্র বিশটা বছর,
বাঁচবো আমি?
কেমন হবে তখন তুমি?
মরে যাব জানি আমি কোনো এক এমন ভোরে।
মুগ্ধতাটুকু রেখে যেতে চাই,
আর কিছু তো নেই জমা আমার এ পৃথিবীর ওপরে।
না প্রেমে, না ভালোবাসায়,
বিশ্বাস করি শুধু নেশায়।
ঘোর কেটে গেলে বিকট বাস্তবতা আসে,
মানুষ তখন ভীষণ অসহায়!     

Next Post

স্বর্গের নেশা নেই আমার // দিব্যেন্দু দ্বীপ

♥ নেতৃত্ব, ক্ষমতা— নষ্ট দিনের শ্রেষ্ঠত্বের লড়াই, শুধু ক্লান্তিই বাড়ায়। এর চেয়ে নিমগ্নতা ভালো হোক ব্যর্থ, তবু আনমনে তোমাকে ভালোবাসা ভালো। ♥ মায়া লাগে, বলতে পারি না, আকাশের জন্য মেঘের কান্না— আকাশ ভাববে এ  শুধু ভর করে ভেসে বেড়ানোর বাহানা! ♥ নীল বিন্দুটা তবু কিছু স্বস্তি দেয়, সঙ্গ পাই, তুমি […]
Shahida Sultana