Headlines

হে মহাজীবন -সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭)

হে মহাজীবন

সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭) 

হে মহাজীবন, আর এ কাব্য নয়
এবার কঠিন, কঠোর গদ্যে আনো,
পদ-লালিত্য-ঝঙ্কার মুছে যাক,
গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো ।
প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা,
কবিতা তোমায় দিলাম আজকে ছুটি
ক্ষুধার রাজ্যে পৃথিবী-গদ্যময়:
পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি ।

He Mahajiban

Sukanta Bhattacharya (1926-1947)

No more of this poetry.
Bring on the hard, harsh prose instead.
Let the jingle of verse disappear
And the strong hammer of prose strike.
No need for the serenity of a poem;
Poetry, I give you a break today.
In the regime of hunger, the earth belongs to prose,

The full moon burns like a loaf of bread.