অসুরের প্রেম আমাদের হয়েছে তবু

follow-upnews
0 0

মহামূল্যবান কী যেন হারিয়ে ফেলেছি এ জীবন থেকে,

বুঝতে পারি না কী তা, শুধু হাহাকারটা ঠিক চিনি।

এত আলোর ওপারেই হয়ত ঘোর অন্ধকার,

আলোতে ঝাপ দিয়ে আমি কি তবে অন্ধকারে পড়ছি?

কিছু নেই জানি তবু কিছু জীবন বাকী,

এ যেন অনাগ্রহী হয়ে বইয়ের শেষ পাতা পড়া,

শুধু বলতে হবে–বইটা আমি পড়েছি।

রোজ আমি ভাবি–

এই শেষ, এখন আমি পাখি হয়ে উড়ি।

শুধু পাখিরাই ওড়ে আকাশে,

মানুষ নয় তা কোনোদিন।

কথা ছিল ভালোবাসার, বেসেছি;

কথা দিয়ে কি ভালোবাসা হয়েছে কিছু?

মাঝে মাঝে এখন মৃত্যু পাশে এসে দাঁড়ায়,

যেন জানতে চায় আমি ঠিক প্রস্তুত কিনা।

বাস করার কথা ছিল আমার

কাঠুরিয়াদের সাথে, নয়ত কোনো এক মাঝি মল্লা হয়ে।

আমি ভুল পথে এসে

দাঁড়িয়েছি সভ্যতার এই কোলাহলে!

ভুলতে পারিনি কোনো নদীর ঢেউ আজও

গিয়েছি যত যেখানে।

আমি যে ক্রন্দন শুনি অবিরত,

তুমি কি ক্ষণকাল শুনেছ কখনো তা?poem tree

১০

সুর মেলে না তোমার আমার,

অসুরের প্রেম আমাদের হয়েছে তবু!



দিব্যেন্দু দ্বীপ

 

Next Post

প্রেস বিজ্ঞপ্তি: শোক বার্তা -জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন

বি. দ্র.: আজ (২৬ জুন) দুপুরে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ হতে একটি প্রতিনিধিদল প্রয়াত অধ্যক্ষ স্বপন কুমার চক্রবর্তী’র নারায়ণগঞ্জস্থ বাসভবনে গমন করে। প্রতিনিধিদলের সদস্যবৃন্দ তাঁর সহধর্মীনি এবং অন্যান্য আত্মীয়-স্বজনদের সাথে সাক্ষাতপূ্র্বক শোকপ্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় প্রয়াতের পরিবারের পক্ষ হতে অবহিত করা হয় যে, তাঁর মরদেহ ঢাকাস্থ […]
জগন্নাথ অ্যালামনাই