Headlines

“ছায়াকে ভালবেসে বিলীন হতে চাওয়া” -শাহিদা সুলতানা

শাহিদা সুলতানা

ছায়াকে ভালবেসে বিলীন হতে চাওয়া

সুখের বাড়া ভাতেও

ছাই ফেলে তীব্র আলোকচ্ছটা।

প্রাসাদ ষড়যন্ত্রের বার্তা নিয়ে

গোপনদূতের আগমন ধ্বনি

ময়দানের পেছন আস্তানায়।

আমাদের বিবর্ণ অন্তর

প্রাজ্ঞতার মুখোশে ঢাকা মূলত

পরিচয়বিহীন ভাসমান রঙ্গিন বুদবুদের মত।


শাহিদা সুলতানা