Headlines

প্রিয়তম, আবার আমি সংগ্রামে ফিরেছি

প্র্রিযতম,
ভীষণ এক শূন্যতার মাঝে
পড়ে গেছি আমি,
যেখানে শুধু তোমার অনুপস্থিতি।

প্রিয়তম
অযৌক্তিক কিছু অনিবার্য কষ্ট
বাসা বেধেছে আমার ভিতরে,
ওরা আমায় নিয়ে যায় বিষাদের
এক মায়াবী জগতে,
যেখানে শুধু তোমার জন্য নিরন্তর অপেক্ষা।

প্রিয়তম,
সংগ্রামের দিনে তোমাকে পেয়ে কিছুটা
জিরিয়ে নিয়েছিলাম,
ঝিমুনি আসতেই দেখি আর তুমি নেই!
এখন
আবার আমি সংগ্রামে ফিরেছি।

প্রিয়তম,
তুমি কোথায় চলে যাও
আমাকে ফেলে, দূরে?
আমার ভালবাসা
তোমার নাগাল পায় না যে।
ফিরে এস,
আমি সচকিত হয়ে
তোমাকে দেখতে চাই,
ভালবাসতে চাই প্রাণ ভরে।