প্রিয়তম, আবার আমি সংগ্রামে ফিরেছি

follow-upnews
0 0

প্র্রিযতম,
ভীষণ এক শূন্যতার মাঝে
পড়ে গেছি আমি,
যেখানে শুধু তোমার অনুপস্থিতি।

প্রিয়তম
অযৌক্তিক কিছু অনিবার্য কষ্ট
বাসা বেধেছে আমার ভিতরে,
ওরা আমায় নিয়ে যায় বিষাদের
এক মায়াবী জগতে,
যেখানে শুধু তোমার জন্য নিরন্তর অপেক্ষা।

প্রিয়তম,
সংগ্রামের দিনে তোমাকে পেয়ে কিছুটা
জিরিয়ে নিয়েছিলাম,
ঝিমুনি আসতেই দেখি আর তুমি নেই!
এখন
আবার আমি সংগ্রামে ফিরেছি।

প্রিয়তম,
তুমি কোথায় চলে যাও
আমাকে ফেলে, দূরে?
আমার ভালবাসা
তোমার নাগাল পায় না যে।
ফিরে এস,
আমি সচকিত হয়ে
তোমাকে দেখতে চাই,
ভালবাসতে চাই প্রাণ ভরে।

Next Post

বিখ্যাত যেসব গ্রন্থ নিষিদ্ধ হয়েছে

বই মানুষের চিন্তা প্রকাশের প্রধানতম মাধ্যম। কিন্তু কবে থেকে মানুষের চিন্তা প্রকাশের এই মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হলো –এ প্রশ্নের উত্তর পেতে তাকাতে হবে সেই প্রাচীন গ্রিসের দিকে। সক্রেটিসের মৃত্যুদণ্ড হয়েছিল ব্লাসফেমির অভিযোগে। সম্ভবত এই ঘটনার মাধ্যমেই মুক্তচিন্তায় লাগাম পরানো শুরু হয়। ৫৫৩ খ্রিস্টাব্দে গ্রিক ও লাতিনদের জন্য ‘বাইবেল’ নিষিদ্ধকরণের […]