Headlines

অপদার্থ হলে তুমি পিছু ফিরবে -তসলিমা নাসরিন

তুমি মেয়ে,

তুমি  ভালো করে মনে রেখ
তুমি যখন ঘরের চৌকাঠ ডিঙোবে
লোকে তোমাকে আড়চোখে দেখবে।
তুমি যখন গলি ধরে হাঁটতে থাকবে
লোকে তোমার পিছু নেবে, শিস দেবে।
তুমি যখন গলি পেরিয়ে বড় রাস্তায় উঠবে
লোকে তোমাকে চরিত্রহীন বলে গালি দেবে।


যদি তুমি অপদার্থ হও
তুমি পিছু ফিরবে
তা না হলে
যেভাবে যাচ্ছ, যাবে।