অপদার্থ হলে তুমি পিছু ফিরবে -তসলিমা নাসরিন

follow-upnews
0 0

তুমি মেয়ে,

তুমি  ভালো করে মনে রেখ
তুমি যখন ঘরের চৌকাঠ ডিঙোবে
লোকে তোমাকে আড়চোখে দেখবে।
তুমি যখন গলি ধরে হাঁটতে থাকবে
লোকে তোমার পিছু নেবে, শিস দেবে।
তুমি যখন গলি পেরিয়ে বড় রাস্তায় উঠবে
লোকে তোমাকে চরিত্রহীন বলে গালি দেবে।


যদি তুমি অপদার্থ হও
তুমি পিছু ফিরবে
তা না হলে
যেভাবে যাচ্ছ, যাবে।

 

Next Post

সকল জেলার নাম এবং প্রতিষ্ঠা সাল

✬ ঢাকা ——- ১৭৭২ সাল। ✬ মুন্সীগঞ্জ ——- ১৯৮৪ সাল। ✬ নরসিংদী ——- ১৯৮৪ সাল। ✬ নারায়ণগঞ্জ ——- ১৯৮৪ সাল। ✬ মানিকগঞ্জ ——- ১৯৮৪ সাল। ✬ ময়মনসিংহ ——- ১৭৮৭ সাল। ✬ গাজীপুর ——- ১৯৮৪ সাল। ✬ কিশোরগঞ্জ ——- ১৯৮৪ সাল। ✬ জামালপুর ——- ১৯৮৪ সাল। ✬ শেরপুর ——- ১৯৮৪ সাল। […]