Headlines

ঈশ্বর যেন পুর্নজন্মে মানুষ হয়

ঈশ্বর জানে কত মহেশ্বর
সৃষ্টি করতে হয় স্রষ্টা হতে গিয়ে।
সত্য হয়ে ভালোবাসা হারায়,
ঈশ্বর ঠিক মেনে নেয়
হাসিমুখে সৃষ্টিতে পরাজয়।
খোঁজে সে মানুষে আশ্রয়।
শুধু পূজারি জানে না–
দেবতারাও আজ প্রার্থনারত,
প্রাণ-প্রকৃতিতে নিমগ্ন হয়ে ওরা চায়
ঈশ্বর যেন পুর্নজন্মে মানুষ হয়।