Headlines

নাস্তিক ও তো ধার্মিক এক

একই (অ)মানুষ এদেশে মোল্লা
ওদেশে পুরোহিত।
একই (অ)মানুষ এদেশে মুসলসান
ওদেশে হিন্দু।
যুদ্ধটা দেশে দেশে তাই ধর্মের বেশে।
নাস্তিক ও তো ধার্মিক এক,
অন্ধকে বলে, এর চেয়ে মাথা উঠিয়ে
পশ্চিমে অস্তগামী আবীর সূর্যটা দেখ!