১
হরিণেরা বেঁচে আছে এই সমাজে
হায়েনাদের মুখ হতে ছিটকে পড়া
মাংসের টুকরো ভক্ষণ করে,
যেটি আসলে হরিণেরই মাংস।
২
আমাদের হত্যা করার জন্য ওরা
যাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে
তারাও শোষীত-পীড়িত, প্রতিবাদকারী।
পার্থক্য শুধু, ওদের শত্রু ওরা চেনো না।
ওরা জানে না, একই পথে আমরা
প্রথাগত বিষচক্রে মুখোমুখী, যুদ্ধংদেহী!
মানুষের প্রকৃত শত্রুরা রয়েছে
আমাদের মদদদাতা হয়ে।
৩
আর কোনো আদর্শ নয়,
দুবৃত্তের বিরুদ্ধে লড়াইটা হোক
শুধু ভালোবাসার হাত প্রশস্ত করে।
অবুঝ, অন্ধ ওরাও যেন
আমার হাতটা ধরতে পারে অবলিলায়।