সংকল্প // কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম

 

 

 

 

 

 

থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে,-

কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে।

দেশ হতে দেশ দেশান্তরে

ছুটছে তারা কেমন করে,

কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে,

কিসের আশায় করছে তারা বরণ মরণ-যন্ত্রণারে।।

কেমন করে বীর ডুবুরী সিন্ধু সেঁচে মুক্তা আনে,

কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বরগ পানে।

জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি

যুদ্ধ-জাহাজ চলছে ছুটি,

কেমন করে আঞ্ছে মানিক বোঝাই করে সিন্ধু-যানে,

কেমন জোরে টানলেসাগর উথলে ওঠে জোয়ার বানে।

কেমন করে মথলে পাথার লক্ষী ওঠেন পাতাল ফুঁড়ে,

কিসের অভিযানে মানুষ চলছে হিমালয় চুড়ে।

তুহিন মেরু পার হয়ে যায়

সন্ধানীরা কিসের আশায়;

হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিন পুরেঃ

শুনবো আমি, ইঙ্গিত কোন ‘মঙ্গল’ হতে আসছে উড়ে।।

কোন বেদনার টিকিট কেটে চন্ডু-খোর এ চীনের জাতি

এমন করে উদয়-বেলায় মরণ-খেলায় ওঠল মাতি।

আয়ার্ল্যান্ড আজ কেমন করে

স্বাধীন হতে চলছে ওরেঃ

তুরষ্ক ভাই কেমন করে কাঁটল শিকল রাতারাতি!

কেমন করে মাঝ গগনে নিবল গ্রীসের সূর্য-বাতি।।

রইব না কো বদ্ধ খাঁচায়, দেখব এ-সব ভুবন ঘুরে-

আকাশ বাতাস চন্দ্র-তারায় সাগর-জলে পাহাড়-চুঁড়ে।

আমার সীমার বাঁধন টুটে

দশ দিকেতে পড়ব লুটেঃ

পাতাল ফেড়ে নামব নীচে, ওঠব আবার আকাশ ফুঁড়েঃ

বিশ্ব-জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।।