খোঁপায় যেমন,
তেমন ভূমিতেও গোলাপ গুঁজে দিলে
বদলে যেত ইতিহাস।
বুকে মাইন পেতে কি শান্তির ঘুম জোটে দু’চোখে?
নাফ তো জানে পরিচয় – শব আর সবের।
শরনার্থী মার্গ কি তবে নির্বাণ সত্য?
ভস্ম ভিটেতে পদ্মাসনে একা বসে থাকে বুদ্ধ।
– আইরিন সুলতানা, ১৪ সেপ্টেম্বর ২০১৭