অস্ট্রিয়ার সাধারণ নির্বাচনে ৩১ বছরের সেবাস্তিয়ান কুর্জের নেতৃত্বাধীন রক্ষণশীল পিপল’স পার্টি জয়লাভ করতে যাচ্ছে। ভোট গ্রহণ শেষে বুথ ফেরত জরিপে এমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে। পিপল’স পার্টি জয়লাভ করলে কুর্জ হবেন বিশ্বের সবচেয়ে কমবয়সী রাষ্ট্রনেতা।
ভোটের প্রচারে কুর্জ সীমান্ত আরও সুরক্ষিত এবং রাজনৈতিক ইসলামের বিরুদ্ধে লড়াই করাসহ অভিবাসীর সংখ্যা সীমিত করার পক্ষে প্রচারণা চালিয়েছেন। ২০১৩ সালে মাত্র ২৭ বছর বয়সে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন কুর্জ।
বুথ ফেরত জরিপ অনুসারে, পিপল’স পার্টি ৩১ দশমিক ৫ শতাংশ ভোট পেতে পারে। এতে করে তাদের পেছনে পড়ে যাবে সোশ্যাল ডেমোক্র্যাটরা (২৭ দশমিক ১শতাংশ) এবং ডানপন্থী ফ্রিডম পার্টি (২৫ দশমিক ৯ শতাংশ)।
একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ফ্রিডম পার্টিকে সঙ্গে নিয়ে জোট সরকার গঠন করতে পারেন কুর্জ। ফ্রিডম পার্টি দেশটিতে অভিবাসনবিরোধী অবস্থান নিয়েছে। অস্ট্রিয়ার নির্বাচনে অভিবাসন ইস্যু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
গত ডিসেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ব্যবধানে হেরেছে পিপল’স পার্টি। সূত্র: রয়টার্স।