যেখানে তুমি নেই, তোমরা নেই, কেউ নেই

Marufa Joety

সরে যেতে হবে একটু দূরে,

এরপর আড়াল করে আরেকটু দূরে,

এভাবে বহুদূরে-

যেখানে তুমি নেই, তোমরা নেই, কেউ নেই।

কোনো এক মহা বিস্ময়ে

মহাকাশ হতে

ছিটকে এসেছি যেন!

দুর্বোধ্য সব অভিসন্ধানে

মানুষ হেথায় পরস্পরে বিপন্ন!

সব কিছু ছেড়ে দেওয়া যায় না মুহূর্তে?

নিজেকে বড্ড তুচ্ছ লাগে আজকাল।

ধ্বংসের স্বপ্ন দেখি সারাক্ষণ

আবার বাঁচব বলে।

হিমালয় কি চুরি করা যায়?

খাবলে নিয়ে ফুরাতে পারো?

আর একটা বানাতে পারো?

মেনে নাও, পাদদেশে বসো,

নয়তো জীবনের ঝুঁকি নিয়ে

দেখে আসো

আমার চূড়াটা একবার, যাবে?


নিঝুম জ্যোতি, মীর্জাপুর, টাঙ্গাইল