বিসিএস মানসিক দক্ষতা: সিদ্ধান্ত গ্রহণ

মানমিক দক্ষতা দিব্যেন্দু দ্বীপ

১. আপনি বিপরীত লিঙ্গের একজন মানুষকে একজন নতুন বন্ধু ভেবে আহ্বান করলেন। কিছুক্ষণ কথা বলার পর আপনি ভুল বুঝতে পারলেন। তখন আপনি কি করবেন?
ক. ক্ষমা চেয়ে হেঁটে যাবেন
খ. কথা বলা বন্ধ করে বন্ধুসুলভ হাসি দেবেন
গ. ক্ষমা চেয়ে নিজের পরিচয় দেবেন
ঘ. নিজের ভুলের জন্য নিজেকে তিরস্কার দেবেন।

২. একজন শিক্ষক আপনি যে গ্রেডের জন্য নিজেকে যোগ্য মনে করেন তার চেয়ে অনেক নিচের গ্রেড দিয়েছেন। আপনি কি করবেন?
ক. নিজের যোগ্যতামাফিক গ্রেড দাবি করবেন
খ. শিক্ষকের নিকট ব্যাখ্যা চাইবেন
গ. স্বাভাবিক আচরণ করবেন
ঘ. অন্য শিক্ষকের কাছে বদলি হবেন।

৩. আপনার পরিবারের সদস্যরা তাদের সঙ্গে বনভোজনে যেতে আপনাকে তাগিদ দিচ্ছে। কিন্তু আপনি বাড়িতে বিশ্রাম নিতে চান। এ অবস্থায় কি করবেন?
ক. পরিবারের অন্যদের সাথে আলাপ করে কারণ দর্শাবেন
খ. আপনাকে বাদ দিয়ে যাওয়ার জন্য চাপ দিবেন
গ. তাদের সাথে যাবেন এবং গাড়িতে ঘুমাবেন
ঘ. সবাইকে বলবেন আপনার জরুরি কাজ আছে।

৪. লাইব্রেরিতে পড়ার সময় একজনের উচ্চঃস্বরে কথাবার্তায় আপনি বিরক্তিবোধ করেছেন। এমতাবস্থায় কি করবেন?
ক. তাড়াতাড়ি কিছু বই নিয়ে চলে যাবেন
খ. পড়ার জন্য নিরবিলি জায়গা বেছে নেবেন
গ. যে গ-গোল করছে তাকে চুপ করতে বলবেন
ঘ. নিজেও উচ্চঃস্বরে কথা বলবেন।

৫. আপনার সহকর্মীরা আপনাদের একজন বিদায়ী কর্মকর্তাকে দামি উপহার দেয়ার জন্য টাকা তুলেছে যাকে আপনি মোটেই পছন্দ করেন না। আপনি তথা কি করবেন।
ক. অন্যেরা যা করছে তাই করবেন
খ. টাকা দিতে অস্বীকার করবেন
গ. কিছু না বলে সামান্য টাকা দিবেন
ঘ. আপনার মনের ভাব ব্যক্ত করবেন।

৬. আপনার সহকর্মী আপনাকে প্রায়ই কোন কিছু করতে আদেশ করে। এমতাবস্থায় আপনি কি করবেন?
ক. না শোনার ভান করবেন
খ. কিছু বলবেন না
গ. আপনার কাজে নাক না গলানোর নির্দেশ দিবেন
ঘ. ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বন্ধুত্বপূর্ণভাবে ব্যাপারটি আলোচনা করবেন।

৭. একটি সামাজিক খেলায় আপনার কোন বন্ধুকে আপনি বারবার প্রতারণা করতে দেখছেন। তখন আপনি কি করবেন।
ক. দেখেননি-এমন ভান করবেন
খ. খেলবেন না
গ. নিজে ও প্রতারাণা করবেন
ঘ. জিজ্ঞেস করবেন সে কেন এমন করছে।

৮. অন্য বন্ধুদের সামনে আপনার এক বন্ধু আপনাকে মিথ্যেবাদী অভিহিত করলে আপনি কি করবেন?
ক. তার সাথে তর্ক করবেন
খ. অন্যদের বলবেন সে মিথ্যেবাদী
গ. তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলবেন
ঘ. তাকে উপেক্ষা করবেন।

৯. আপনার সন্তান কোন সম্মানীয় লোক সম্পর্কে কটু কথা বললে আপনি কি করবেন?
ক. অশোভন কথা বলতে নিষেধ করবেন
খ. কিছুই বলবেন না
গ. প্রহার করবেন
ঘ. না শোনার ভান করবেন।

১০. সাধারণ পরিবহনের বাসে এক ব্যক্তি মোবাইলে উচ্চঃস্বরে কথা বলে বিরক্তিকর পরিবেশ তৈরি করছে। এক্ষেত্রে যাত্রী হিসেবে আপনি কি করবেন?
ক. অন্য বাসে উঠবেন

খ. তাকে নিষেধ করবেন
গ. আপনি ও কথা বলা শুরু করবেন

ঘ. কিছু বলবেন না।

১১. আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে প্রকাশ্যে সবার সামনে আপনার একটি ভুলের জন্য খুব তিরস্কার করলেন। যদিও আপনি সে ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন। আপনি তখন কি করবেন?
ক. শোনার ভান করবেন কিন্তু শুনবেন না
খ. অসুখের কথা বলে কেটে পড়বেন
গ. তাকে বলবেন অনেকেই একই ভুল করেছে
ঘ. তাকে নিভৃতে তিরস্কার করার জন্য বলবেন।

১২. কোন এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আপনার অপরিচিত একজন দ্বিতীয় অতিথি আপনার নিকট সৎকাজের পরিকল্পনা দিল। আপনি কি করবেন?
ক. তার বক্তব্য শুনবেন
খ. তাকে বলবেন যে আপনি সৎকাজের পরিকল্পনা কিনতে আসেননি
গ. আপনার সঙ্গে এ ব্যাপারে আলাপ করায় আপনি তাকে ব্যঙ্গ করবেন
ঘ. তার বক্তব্য উপস্থাপনের সময় অন্য লোকের সাথে কথা বলবেন।

১৩. আপনি মনে করেন যে, আপনার পোষা কুকুর একজন প্রতিবেশীর ফুলের বাগান নষ্ট করেছে। কিন্তু কুকুর দেখা যায় নি, আপনি কি করবেন?
ক. দুঃখ জানিয়ে ক্ষতিপূরণ দিতে চাইবেন
খ. প্রতিবেশী বাগানে বেড়া না দিয়ে দোষ করেছে বলবেন
গ. বলবেন আশেপাশে আরো অনেক কুকুর আছে
ঘ. কিছু না বলে কুকুরটিকে ত্যাগ করবেন।

১৪. আপনার সহপাঠী একজন মেধাবী ছাত্র, গত টার্মে A পেয়েছে। আপনি দেখলেন কোন এক পরীক্ষায় ছাত্রটি নকল করেছে, আপনি তখন কি করবেন?
ক. বলবেন নকল করা আত্মমর্যাদাহানিকর
খ. শিক্ষকের নিকট ঘটনাটি বলবেন
গ. অন্য ক্লাসে বদলি হবেন
ঘ. শিক্ষক না বলা পর্যন্ত কিছুই বলবেন না।

১৫. আপনার পছন্দের একটি টেলিভিশন প্রোগ্রামের সময় পরিবারের অন্য সদস্যরা আর একটি বিশেষ টিভি প্রোগ্রাম দেখতে আগ্রহী, আপনি তখন কি করবেন?
ক. কাজের অজুহাতে রাত কাটাবার জন্য বাইরে যাবেন
খ. স্থানীয় ক্লাবে গিয়ে আপনার প্রিয় প্রোগ্রামটি দেখবেন
গ. কিছু না বলে বিশেষ প্রোগ্রামটি দেখবেন
ঘ. পরিবারের সবাইকে একটি মঞ্চানুষ্ঠান দেখতে অনুরোধ জানাবেন।

১৬. আপনার কিশোর বয়সের ছেলের প্রিন্সিপ্যাল আপনাকে ডেকে বললেন যে, আপনার ছেলেকে একই সপ্তাহে তিনদিন তাস খেলতে দেখা গেছে। আপনি কি করবেন?
ক. ছেলেকে স্কুল ছেড়ে চাকরি করতে বলবেন
খ. ছেলেকে জিজ্ঞেস করবেন যে সে স্কুলে যাবে না কি স্কুল ছেড়ে দেবে
গ. ছেলেকে ডেকে তার কাজের ব্যাখ্যা চাইবেন
ঘ. ছেলেকে ডেকে ভীষণভাবে শাস্তি দেবেন।

১৭. কয়েকজন বয়ঃপ্রাপ্ত পুরুষ ও নারী নোংরা (যৌনসংক্রান্ত) গল্প করেছে। আপনি এ ধরনের কাজকে সম্মানজনক মনে করেন না। এ অবস্থায় আপনি কি করবেন?
ক. কিছু না বলে চলে যাবেন
খ. থাকবেন তবে অংশগ্রহণ করবেন না
গ. তাদের চাইতে ভালো গল্প বলতে চেষ্টা করবেন
ঘ. তাদের বলবেন যে এ ধরনের ব্যবহার নেহাৎ ছেলেমি এবং তাদের লজ্জিত হওয়া উচিত।

১৮. আপনার প্রতিবেশী দুটি ছেলেকে আপনি একটি দোকানে চুরি করতে দেখলেন। আপনি তখন কি করবেন?
ক. কিছু না করে নিজের কাজে ব্যস্ত থাকবেন
খ. দোকান থেকে চলে যাবেন এবং ঘটনাটি ভুলে যাবেন
গ. পুলিশ ডেকে ঘটনাটি বলবেন
ঘ. সততার উপরে ছেলেদেরকে উচ্চৈঃস্বরে বক্তৃতা দেবেন যাতে অন্যেরাও শোনে।

১৯. সার্কাস দেখতে গিয়ে আপনি আপনার পাশে বিবাহিত এক বন্ধুকে দেখলেন বন্ধুটি অন্য একজন মেয়ে বন্ধুকে নিয়ে বেড়াচ্ছেন। এক্ষেত্রে আপনি কি করবেন?
ক. বন্ধুকে তার স্ত্রী এবং পরিবারের সম্বন্ধে জিজ্ঞাসা করবেন
খ. নিজের বসবার জায়গা বদলাবার চেষ্টা করবেন
গ. ভণ্ড স্বামী সম্বন্ধে বিদ্রপাত্মক মন্তব্য করবেন, যাতে সে শুনতে পায়
ঘ. তাকে না দেখার ভান করবেন।

২০. আপনি আপনার নিকটতম বন্ধুর নিমন্ত্রণে যোগদান করতে ভুলে গেছেন কিন্তু আপনার যোগ দেয়ার খুব ইচ্ছা ছিল। সেক্ষেত্রে আপনি কি করবেন?
ক. বন্ধুকে ডেকে ক্ষমা চাইবেন এবং পরবর্তী নিমন্ত্রণে আপনাকে ডাকার জন্য অনুরোধ করবেন
খ. তাকে বলবেন যে আপনার গুরুত্বপূর্ণ সভা থাকার জন্য আপনি নিমন্ত্রণে যোগ দিতে পারেননি
গ. কিছুই করবেন না
ঘ. বলবেন যে তারই দোষ হয়েছে কারণ সে মনে করিয়ে দেয়নি।

২১. আপনি কোন জনহিতকর কাজের প্রতিষ্ঠানে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করছেন। এই প্রতিষ্ঠানে নিয়োজিত আপনার সঙ্গী কম কাজ করছে। তা সত্ত্বেও তাদের নাম পত্রিকায় প্রকাশিত হয়েছে কিন্তু আপনার নাম প্রকাশিত হয় নি। এ অবস্থায় আপনি কি করবেন?
ক. পরিচালকের কাছে-এর ব্যাখ্যা চাইবেন
খ. কিছুই বলবেন না বা করবেন না
গ. অন্য প্রতিষ্ঠানে চলে যাবেন
ঘ. এ প্রতিষ্ঠানে থেকে আরো বেশি খাটবেন।

২২. কতিপয় অপরিচিত ব্যক্তির মধ্যে আলাপ-আলোচনা থেকে বুঝতে পারলেন যে আপনার কোন ঘনিষ্ঠ বন্ধুর সম্বন্ধে অত্যন্ত অন্যায়ভাবে আলোচনা করছে। এ প্রেক্ষিতে আপনি কি করবেন?
ক. কোন কিছু না বলে মনোযোগসহকারে সবকিছু শুনবেন
খ. অপরিচিদের বলবেন যে, তারা যার সম্পর্কে আলাপ করছেন, তিনি আপনার বন্ধু এবং তারা যা করছেন তা সম্পূর্ণ ভুল
গ. কিছু না শুনে সোজা চলে যাবেন
ঘ. আপনার সেই বন্ধুটি সম্পর্কে আরো ঘটনা অপরিচিতদের বলবেন।

২৩. আপনার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার স্ত্রীসহ আপনাকে তার বাড়িতে খাবার দাওয়াত দিয়েছেন কিন্তু আপনার স্ত্রী কর্মকর্তার স্ত্রীকে সহ্য করতে পারেন না। এ অবস্থায় আপনি কি করবেন?
ক. ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলবেন যে, আপনার ঐ সময় অন্য জায়গায় কাজ আছে
খ. স্ত্রীকে নিয়ে দাওয়াতে যাবেন কিন্তু তাকে বিশেষ করে বলবেন যে সে যেন কর্মকর্তার স্ত্রীর সঙ্গে কোন রকম তর্ক না করে
গ. তাদের বাড়িতে দাওয়াত খেতে যাবেন এবং স্বাভাবিক আচরণ করবেন
ঘ. তারা পরবর্তী সপ্তাহে আপনার বাড়িতে দাওয়াতে আসবেন সেই সাপেক্ষে তাদের নিমন্ত্রণ গ্রহণ করবেন।

২৪. আপনি একটি কিশোরীকে একজন সম্মনীয় লোকের স্ত্রী সম্পর্কে কটু মন্তব্য করতে শুনলেন। আর একজন কিশোরীর মা হিসেবে আপনি কি করবেন?
ক. মেয়েটিকে ঐ অশোভন ভাষা ব্যবহার করতে বারণ করবেন
খ. কোন কিছুই করবেন না
গ. মেয়েটি যদি ঐ আচরণই করে যেতে চায় তাহলে তাকে প্রহার করবেন
ঘ. ঐ ধরনের আচরণ বন্ধ না করলে মেয়েটির মা-বাবাকে বলে দেবেন বলে ভয় দেখাবেন।

২৫. যে কোন প্রকারের মাদকদ্রব্য পান করার ব্যাপারে আপনি ভীষণ বিরোধী। কিন্তু আপনার দুজন বন্ধু বিশেষ উৎসব উদযাপনের জন্য তাদের সাথে পান করার জন্য পীড়াপীড়ি করতে থাকে। এ প্রেক্ষিতে আপনি কি করবেন?
ক. ঐ জায়গা ছেড়ে বাড়ি চলে যাবেন
খ. ঐ বন্ধুদের কথায় কোন রকম কান দেবেন না
গ. পান করা সম্বন্ধে আপনার বিশ্বাস ব্যাখ্যা করবেন এবং পান করা থেকে বিরত থাকবেন
ঘ. বন্ধুদের প্রতি রাগ প্রকাশ করবেন এবং আপনার ব্যক্তিগত অধিকারের উপর জোর দেবেন।

২৬. সম্প্রতি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা ছোটোখাটো বিষয় নিয়ে আপনাকে বকাঝকা করেছেন যা অন্যের কাছে প্রকাশ করছেন বলে মনে হয় না। এক্ষেত্রে আপনি কি করবেন?
ক. এমন করলে চাকরি ছেড়ে চলে যাবেন বলে তাকে ভয় দেখাবেন
খ. তার কাছে সাম্প্রতিক সমালোচনার জন্য ব্যাখ্যা চাইবেন
গ. কিছু না বলে অন্য কোথাও চাকরির চেষ্টা করবেন
ঘ. এই অন্যায় আচরণ আপনার স্ত্রীর সাথে আলোচনা করবেন।

২৭. আপনি জানলেন যে, আপনার দীর্ঘদিনের জনৈক বন্ধুর পাঁচ বছরের কারাবরণের ইতিহাস রয়েছে। ব্যাপারটি আপনার কাছে মর্মান্তিক। তখন আপনি কি করবেন?
ক. ভবিষ্যতে বন্ধুটির সঙ্গে আর দেখা না হওয়ার চেষ্টা করবেন
খ. ধীরে ধীরে তার সঙ্গে বন্ধুত্ব ভেঙে ফেলবেন
গ. এ বিষয় আপনার অনুভূতি তার কাছে ব্যক্ত করবেন
ঘ. ব্যাপারটি আপনাকে না জানাবার জন্য বন্ধুকে ভর্ৎসনা করবেন।

২৮. আপনি জানতে পারলেন যে, আপনার জনৈক বন্ধু বেআইনিভাবে মাদকদ্রব্য ব্যবহার করছে। আপনি কি করবেন?
ক. তাকে ডাক্তারের সাহায্য নেয়ার জন্য পরামর্শ দিবেন
খ. কিছু না বলে উক্ত তথ্যটি গোপন রাখবেন
গ. বন্ধুটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেবেন
ঘ. আপনার বাসায় বন্ধুটিকে কিছুদিনের জন্য থাকতে বলবেন এবং এ অভ্যাস ত্যাগ করার জন্য সাহায্যের আশ্বাস দেবেন।

২৯. আপনাকে আপনার এক বন্ধু জানালো যে আপনার উদ্দেশ্যে গোপনে একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করা হয়েছে। আপনি কি করবেন?
ক. আপনি খবরটি প্রকাশ করে সারপ্রাইজ পার্টির আনন্দ নষ্ট করার জন্য বন্ধুর উপর রাগ করবেন
খ. তাকে বলবেন যে আপনি আগেই এ বিষয়ে জানতেন
গ. কিছুই করবেন না
ঘ. সে ঠাট্টা করছে এমন ভান করবেন এবং কথাবার্তা মোড় ঘুরিয়ে দিবেন।

৩০. জনৈক বন্ধু এক সেট সম্পূর্ণ নতুন পোশাক কিনেছে যা আপনার পছন্দনীয় নয়। সে আপনার সত্যিকার মতামত চায়। আপনি কি করবেন?
ক. পোশাকটির যে দিক আপনি পছন্দ করেন, সেদিক সম্পর্কে আলাপ করবেন
খ. তাকে বলবেন পোশাকটি আপনি পছন্দ করেন না
গ. আপনি আরো সুন্দর যে পোশাকটি কিনেছেন তার সম্বন্ধে বলবেন
ঘ. এ কথাবার্তার প্রসঙ্গ বদলাবেন।

৩১. প্রতি শনিবার সন্ধ্যায় কারখানা ফেরত আপনার অনেক বন্ধু এক নিষিদ্ধ আড্ডায় যায় এবং দেরিতে বাড়ি ফেরে। তারা আপনাকেও তাদের সঙ্গে যোগ দিতে বলে। কিন্তু আপনি আগ্রহী নন। এমতাবস্থায় আপনি কি করবেন?
ক. অল্প কিছু সময়ের জন্য সঙ্গ দেবেন কিন্তু তাড়াতাড়ির বাড়ি ফিরে যাবেন
খ. আমি দুঃখিত এই বলে সোজা বাড়ি চলে যাবেন
গ. তাদের সঙ্গে আড্ডাখানায় যাবেন কিন্তু বন্ধুদের বিরুদ্ধে আপনার স্ত্রীর কাছে বলবেন
ঘ. তাদের সঙ্গে যাবেন এবং আড্ডাখানা বন্ধ না হওয়া পর্যন্ত তারা যাতে থাকে তার জন্য পীড়াপীড়ি করবেন।

৩২. আপনি দেখতে পেলেন যে, একটি পঙ্গু ছেলে একটি সমবয়সী ছেলের হাতে ভীষণভাবে মার খাচ্ছে। আপনি কি করবেন?
ক. কিছু করবেন না কিন্তু উপস্থিত থাকবেন
খ. ছেলেটিকে (যে পঙ্গু নয়) মারামারি থামাতে বলবেন এবং অন্য কাউকে খেলার সঙ্গী বানাতে বলবেন
গ. পুলিশ ডেকে মারামারি সম্পর্কে বিবৃতি দিবেন
ঘ. আপনি নিজেই ছেলেটাকে (যে পঙ্গু নয়) মারবেন।

৩৩. কোন গুরুত্বপূর্ণ বক্তৃতার মধ্যে আপনার ভীষণ কাশি এবং জোরে কাশতে শুরু করলেন। এ পরিস্থিতিতে আপনি কি করবেন?
ক. প্রয়োজন অনুসারে কেশে আবার স্বাভাবিক হবেন
খ. কাশি শেষ না হওয়া পর্যন্ত জনসমাবেশ ছেড়ে বাইরে চলে যাবেন
গ. কাশি চেপে যেতে চাইবেন
ঘ. নিজের উপর রেগে যাবেন।

৩৪. দুর্যোগপূর্ণ আবহাওয়াকবলিত বিমান ভ্রমণের সময় বিমানটির বেগতিক অবস্থার জন্য আপনি পাশে বসা সুন্দরী সহযাত্রীর কোলে পড়ে গেলেন। এ পরিস্থিতিতে আপনি কি করবেন?
ক. ক্ষমা চেয়ে নিয়ে আপনার নিজ আসনে ফিরে আসবেন
খ. মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবেন
গ. রেগে যাবেন এবং আবহাওয়া কিংবা বৈমানিককে দোষারোপ করবেন
ঘ. তখনই বিশ্রাম কক্ষে চলে যাবেন।

৩৫. একটি সৌজন্যমূলক ভলিবল প্রতিযোগিতায় আপনি একটা সহজ বল নষ্ট করলেন, যার ফলে প্রতিযোগিতায় আপনার দল হেরে গেল। তখন আপনি কি করবেন?
ক. আপনার ভুলের জন্য বন্ধুদের এবং দলের কাছে ক্ষমা চাইবেন
খ. পরবর্তীতে আরো ভালো খেলে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করবেন
গ. কিছুই না বলে খেলে যাবেন
ঘ. অসুস্থতার ভান করে খেলা থেকে অব্যাহতি নেবেন।

৩৬. গতি সীমিত রাখার কোন সংকেত ছিল না এমন একটা এলাকায় জোরে গাড়ি চালানোর দায়ে পুলিশ কর্তৃক বাধাপ্রাপ্ত হলেন। তখন আপনি কি করবেন?
ক. পুলিশকে বলবেন যে, আপনি গতিসীমার কথা জানতেন না
খ. দোষ স্বীকার করে নির্দিষ্ট জরিমানা দিয়ে দেবেন
গ. বিশেষ করে বলতে থাকবেন যে, প্রায় সব চালকই ঐ এলাকায় জোরে গাড়ি চালায়
ঘ. ঘটনাটি কোর্টে তুলবেন এবং আপনি যে নিরাপরাধ তা প্রমাণ করবেন।

৩৭. সাধারণ পরিবহনের বাসে আপনার পাশে বসা একজন যাত্রী চুইংগাম খেয়ে আপনার বিরক্তি ঘটাচ্ছে। এক্ষেত্রে আপনি কি করবেন?
ক. লোকটিকে জোরে চিবাতে নিষেধ করবেন
খ. আপনিও সশব্দে চুইংগাম খেতে শুরু করবেন
গ. কিছুই না বলে চুপ করে বসে থাকবেন
ঘ. বাস থেকে নেমে অন্য বাস ধরবেন।

৩৮. এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে আপনি রবিবারের ছুটি কাটাতে গেছেন। কিন্তু আপনি অনুভব করলেন বন্ধু আপনার প্রতি খারাপ ব্যবহার করছে। এ প্রেক্ষিতে আপনি কি করবেন?
ক. তৎক্ষণাৎ বাড়ি চলে যাবেন
খ. ছুটির দিনটি ওখানে থাকবেন এবং কিছুই বলবেন না
গ. বন্ধুর সাথে খারাপ ব্যবহার করবেন
ঘ. বন্ধুর উপর ভীষণ রেগে যাবেন।

৩৯. আপনি জানতে পারলেন যে, যাকে আপনি বিয়ে করতে যাচ্ছেন সে তালাকপ্রাপ্ত। তখন আপনি কি করবেন?
ক. তখনই আপনার বাগদান ভেঙে ফেলবেন
খ. যতক্ষণ পর্যন্ত না আপনি কি করবেন ঠিক করতে পারছেন না ততক্ষণ পর্যন্ত তার সাথে সম্পর্ক রাখবেন কিন্তু খুব নিরুত্তাপ ব্যবহার করবেন
গ. তাকে ঐ রকম কাজ এবং প্রতারণা করার জন্য জবাবদিহি করবেন এবং ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন
ঘ. তার উপর সত্যি রেগে যাবেন এবং তাকে বর্জন করবেন।

৪০. আপনি গান গাইতে খুব ভালোবাসেন এবং আপনার বন্ধুরাও তাই। কিন্তু আপনার স্বামী/স্ত্রী আপনাকে কখনোই গাইতে দিতে চান না এবং তিনি (স্বামী/স্ত্রী) কদাচিৎ এ ধরনের সমাবেশে যান। এক্ষেত্রে আপনি কি করবেন?
ক. যারা গান ভালোবাসে সেসব বন্ধুদের আপনার বাড়িতে আমন্ত্রণ জানাবেন
খ. আপনি গান গাওয়া ছেড়ে দিবেন এবং স্বামী/স্ত্রীর পছন্দমাফিক অন্য কোন কিছুতে আগ্রহী হবেন
গ. স্বামী/স্ত্রীকে মাসে অন্ততঃপক্ষে দুবার গানের জলসায় নিয়ে যাওয়ার জন্য চাপ দেবেন
ঘ. যখন আপনার স্বামী/স্ত্রীর সাথে জলসায় যাবেন তখন কেবল ভালো গায়ক-গায়িকাদের সাথেই গাইবেন।

৪১. কেউ এসে বললো যে, আপনার কোন বন্ধু আপনার বিষয়ে সত্য নয় এমন সব গুজব রটাচ্ছে এবং এতে আপনার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আপনি তখন কি করবেন?
ক. ঐ বন্ধু সম্বন্ধে গুজব রটাবেন
খ. বন্ধুকে জিজ্ঞাসাবাদ করবেন
গ. বন্ধুটিকে ডেকে অত্যন্ত রাগের সাথে তাকে বকবেন
ঘ. কিছুই করবেন না।

৪২. আপনার রীতিমতো অপছন্দ এমন একজন পরিবারের বন্ধু আপনার প্রণয়ী হতে চায়। তখন আপনি কি করবেন?
ক. তার অভিপ্রায় না বোঝার ভান করবেন
খ. সে ঠাট্টা করছে এ রকম বোঝার ভান করবেন এবং কথাবর্তার মোড় ঘুরানোর চেষ্টা করবেন
গ. তাকে বলবেন এ বিষয়ে আপনার অনেক কিছু করার আছে
ঘ. তাকে না বলবেন এবং সে যে আপনার কাক্সিক্ষত ব্যক্তি নয় তারও ইঙ্গিত দিবেন।

৪৩. আপনি লক্ষ্য করলেন যে, প্রতিবেশী এক কিশোরী মেয়ে আপনার সঙ্গে দেখা করতে এসে আপনার বাড়ি থেকে টাকা-পয়সা চুরি করে নিয়ে যায়। আপনি কি করবেন?
ক. চুরি করার ব্যাপারটি না দেখার ভান করবেন
খ. ঐ মেয়েকে আপনার বাড়ি থেকে বেরিয়ে যেতে এবং আর কখনো না আসতে বলবেন
গ. মেয়েটি আপনার বাড়িতে আসলে তার উপর নজর রাখবেন এবং নজর রাখার জন্য আপনি আপনার মেয়েকে বলবেন
ঘ. তার পিতামাতাকে ডেকে এ বিষয়ে আলোচনা করবেন।

৪৪. আপনার কয়েকজন অতিথিকে আপনি কাছের একটি দামি রেস্তোরাঁয় নিমন্ত্রণ করে নিয়ে গেলেন। খাওয়া শুরু করার ঠিক পূর্ব মুহূর্তে আপনি দেখতে পেলেন আপনার মানিব্যাগটি ফেলে এসেছেন। এ অবস্থায় আপনি কি করবেন?
ক. একটি চেক কেটে টাকা দিতে চেষ্টা করবেন
খ. খাওয়া শুরু করার আগেই অসুস্থতার ভান করে ঐ স্থান ত্যাগ করবেন
গ. ব্যাপারটি বন্ধুদের বলবেন এবং তাদের পরামর্শ চাইবেন
ঘ. নিজের উপর রাগ করবেন।

৪৫. আপনার একটি ছেলে আছে। সে কলেজ থেকে ফিরে এসে একটা ছাত্র পড়িয়ে কিছু টাকা উপার্জন করে। আপনি মনে করেন টাকার মূল্য বোঝার জন্য এ টাকা থেকে কিছু টাকা আপনার সংসারে দেয়া তার উচিত। এ প্রেক্ষিতে কি করবেন?
ক. আপনার ছেলে আরো বড় না হওয়া পর্যন্ত তার উপার্জনের অর্ধেক টাকা আপনার কাছে গচ্ছিত রাখতে বলবেন
খ. তাকে ইঙ্গিতে বুঝিয়ে দিবেন যে, সংসারের জন্য কিছু ব্যয়ভার তার বহন করা উচিত
গ. এ নিয়ে ছেলের সাথে আলোচনা করবেন এবং কত টাকা দিবে সে বিষয়ে সমঝোতায় আসবেন
ঘ. সে যখন কিছু উপার্জন করছেই তখন তার ইচ্ছামতো প্রয়োজনীয় পোশাক পরিচ্ছদ কিংবা বিশেষ কোন জিনিস কিনতে বলবেন।

৪৬. কোন বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিঁড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?
ক. ছেঁড়া অংশটুকু ধরে থাকার চেষ্টা করবেন
খ. পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
গ. আপনার নিজের অমনোযোগের জন্য নিজের উপর রেগে যাবেন
ঘ. আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন।

৪৭. আপনাকে আপনার এলাকার একটি স্কুলে স্বেচ্ছাসেবী হিসেবে নিয়মিত শিক্ষকতা করার জন্য বলা হলো। কিন্তু সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সময় আপনার নেই। এখন আপনি কি করবেন?
ক. কর্তৃপক্ষকে বলবেন, আপনাকে সেখানকার নিছক একজন সাময়িক শিক্ষক হিসেবে নেয়া হোক
খ. কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন যে, আপনার সময় নেই
গ. কিছুই না বলে ক্লাস নিতে থাকবেন
ঘ. তর্ককে আলোচনায় রূপান্তরিত করে অতিথিকে মতামত দিতে বলবেন।

৪৮. একজন শিকারের প্রহরী আপনার কাছে ঐ মৌসুমের নিষিদ্ধ একটি শিকার করা জন্তু দেখতে পেল। তখন আপনি কি করবেন?
ক. তাকে বলবেন যে, অন্য কেউ এ শিকার করেছে
খ. প্রহরীকে বলবেন আপনি শিকারটিকে ছেড়ে দিতে যাচ্ছিলেন
গ. অসুস্থতার ভান করবেন
ঘ. বলবেন, প্রাণীটি এই মাত্র ধরা হয়েছে এবং তখন কি করবেন সে বিষয়ে প্রহরীর পরামর্শ চাইবেন ।

৪৯. একটি সংখ্যালঘু দলের সদস্যের সাথে আপনার খুবই ভাব কিন্তু আপনার স্ত্রী আপনাকে এই বন্ধুত্ব এখনই ত্যাগ করার জন্য চাপ দিচ্ছেন। আপনি কি করবেন?
ক. অন্যেরা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সাথে যেমন ব্যবহার করে তেমনি ব্যবহার করবেন
খ. তাদের সাথে মেলামেশা এড়িয়ে চলবেন
গ. তাকে বাড়িতে নিমন্ত্রণ করবেন যাতে আপনার স্ত্রী চিনতে পারেন
ঘ. আপনার স্ত্রীর সাথে বিষয়টি আলোচনা করবেন এবং আপনি কেমন অনুভাব করেন জানাবেন।

৫০. আপনার কর্মকর্তা আপনাকে বাড়িতে গিয়ে আপনার পরনের ‘অভদ্র পোশাক’ পরিবর্তন করে আসার জন্য বললেন। -এর উত্তরে আপনি কি করবেন?
ক. তাকে বলবেন আপনার পোশাক নিয়ে তাকে মাথা ঘামাতে হবে না
খ. চাকরি ত্যাগ করবেন এবং অন্য চাকরি খুঁজবেন
গ. বাসায় গিয়ে পোশাক পরিবর্তন করে তৎক্ষণাৎ ফিরবেন
ঘ. অসুস্থতার ভান করবেন এবং সপ্তাহের বাকি দিনগুলো বিশ্রাম নিবেন।

উত্তর: ১. ক ২. খ ৩. ক ৪. গ ৫. ক ৬. ঘ ৭. ঘ ৮. গ ৯. ক ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ক ২০. ক ২১. ক ২২. খ ২৩. খ ২৪. ক ২৫. গ ২৬. খ ২৭. গ ২৮. ঘ ২৯. ঘ ৩০. খ ৩১. খ ৩২. খ ৩৩. ক ৩৪. ক ৩৫. খ ৩৬. ক ৩৭. ক ৩৮. ক ৩৯. খ ৪০. ঘ ৪১. খ ৪২. ঘ ৪৩. ঘ ৪৪. গ ৪৫. ঘ ৪৬. ঘ ৪৭. ঘ ৪৮. ঘ ৪৯. ঘ ৫০. গ


সৌজন্যে: JoVEN JoBS