মিথিলাঃ যুগল উচ্চারণে আবৃত্তি সন্ধ্যা

শাহিদা সুলতানা মেহেদি হাসান

শাহিদা সুলতানা মেহেদি হাসান

তারিখ: ৬ জানুয়ারি, সময়: সন্ধ্যা: ৬টা থেকে ১০টা, স্থান: সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘর, শাহবাগ

ইভেন্টে যান

অনন্ত!
অনন্ত কে?
সে কি আমার আমি, আমার কল্পনা!

আর মিথিলা?
নাগরিক সময় নাকি অস্থির অবচেতন!

পরস্পর দেখা হয়েছিলো কখনও?
মুখোমুখি বসে উচ্চারিত হয়েছিলো কি ‘ভালো অাছি’
নাকি ‘চুপচাপ গুটিশুটি’ পড়েছিলো

কবি জানে না, বলেও নি।

পাঠক আপনি, শ্রোতাও আপনি
আপনি জানেন নিশ্চয়!
…………………………………

আপনাদের সাদর আমন্ত্রণ রইলো মিথিলাকে নতুন করে আবৃত্তি শিল্পী মেহেদী হাসান এবং শাহিদা সুলতানা’র কণ্ঠে শুনবার জন্য।

[রচনা: আবুল হোসেন খোকন
গল্পের ধারনা ও সম্পাদনা: মেহেদী হাসান]