মিথিলাঃ যুগল উচ্চারণে আবৃত্তি সন্ধ্যা

follow-upnews
0 0

শাহিদা সুলতানা মেহেদি হাসান

তারিখ: ৬ জানুয়ারি, সময়: সন্ধ্যা: ৬টা থেকে ১০টা, স্থান: সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘর, শাহবাগ

ইভেন্টে যান

অনন্ত!
অনন্ত কে?
সে কি আমার আমি, আমার কল্পনা!

আর মিথিলা?
নাগরিক সময় নাকি অস্থির অবচেতন!

পরস্পর দেখা হয়েছিলো কখনও?
মুখোমুখি বসে উচ্চারিত হয়েছিলো কি ‘ভালো অাছি’
নাকি ‘চুপচাপ গুটিশুটি’ পড়েছিলো

কবি জানে না, বলেও নি।

পাঠক আপনি, শ্রোতাও আপনি
আপনি জানেন নিশ্চয়!
…………………………………

আপনাদের সাদর আমন্ত্রণ রইলো মিথিলাকে নতুন করে আবৃত্তি শিল্পী মেহেদী হাসান এবং শাহিদা সুলতানা’র কণ্ঠে শুনবার জন্য।

[রচনা: আবুল হোসেন খোকন
গল্পের ধারনা ও সম্পাদনা: মেহেদী হাসান]

Next Post

নার্সিং ভর্তি বিজ্ঞানঃ প্রাণী বিজ্ঞান-২

প্রশ্ন: প্রোটিন পরিপাক শুরু হয়– উত্তর: মুখে প্রশ্ন: কৃত্রিম জীন আবিস্কার করেন– উত্তর: হরগোবিন্দ খোরানা প্রশ্ন: অস্থির বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন? উত্তর: ক্যালসিয়াম Add New প্রশ্ন: কোন প্রাণীটি মেরুদণ্ডহীন প্রাণী? উত্তর: কেঁচো প্রশ্ন: রক্ত জমাট বাঁধনে কোন ধাতুর আয়ন সাহায্য করে? উত্তর: ক্যালসিয়াম প্রশ্ন: সাদা রক্ত বা বর্ণহীন বিশিষ্ট […]
দৈনন্দিন বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান

এগুলো পড়তে পারেন