প্লাবন ইমদাদের বাউল মন

তবুও জীবন

মুনে বড় আশা ছিল
কদম গাছে ঝুইল্যা পড়মু
ঢল বাদলের নিকশ রাইতে।
কোন যেন এক বাঁশির টানে
ফিরা আহি জীবন খাইতে।

জীবন চিবাই, রসের জীবন
টলোমলো খাঁচা,
নিশুতি এক বাঁশির টানে
হুদাই সাধের বাঁচা।
মায়া আহা মায়া আজিব
মায়ার দড়ি ছিড়্যা,
ঝুলমু আমি কোন কদমে
মুন টাননের পীড়্যা।

কইছি তরে আবার হুনই
রক্ত চুইষ্যা খামু,
তর পাজরের হাড্ডি দিয়া
বৈঠা বানাই যামু।
নৌকা আমার ঘূন্নি পাকে
ঝড়রে হারান দিয়া,
অবশেষে ভীড়মু দেহিস
বন্দরে তর গিয়া।

কদম ডালে বাধমু বাসা
ঘাসের বেড়া-চাল,
দোল হাওয়াতে দুরুদুরু
তর বড় আকাল।

ঝুইল্যা গিয়াও তর আকালে
ফিরা আহি ক্যান?
এই জনমে কেউ পড়েনা
এমুন মায়ায় য্যান!


প্লাবন ইমদাদ Plaban Imdad