ভবিষ্যত বাংলাদেশ ভাবনা ।। জাকিয়া সুলতানা মুক্তা

follow-upnews
0 0

জাকিয়া সুলতানা মুক্তা, পেশায় তিনি একজন শিক্ষক। বর্তমানে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে সহকারী অধ্যাপক এবং সভাপতি হিসেবে কর্মরত রয়েছেন। জাকিয়া সুলতানা পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে।
ফলোআপনিউজ অনলাইন পত্রিকার উদ্যোগে “ভবিষ্যত বাংলাদেশ ভাবনা” শিরোণামে যে একশোজন তরুণের সাক্ষাৎকার নেয়া হচ্ছে তারই অংশ হিসেবে জাকিয়া মুক্তার এই সাক্ষাৎকারটি নেয়া হয়েছে। 

জাকিয়া সুলতানা মুক্তা

সহকারী অধ্যাপক, সভাপতি, বাংলা বিভাগ

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Next Post

প্লাবন ইমদাদের বাউল মন

তবুও জীবন মুনে বড় আশা ছিল কদম গাছে ঝুইল্যা পড়মু ঢল বাদলের নিকশ রাইতে। কোন যেন এক বাঁশির টানে ফিরা আহি জীবন খাইতে। জীবন চিবাই, রসের জীবন টলোমলো খাঁচা, নিশুতি এক বাঁশির টানে হুদাই সাধের বাঁচা। মায়া আহা মায়া আজিব মায়ার দড়ি ছিড়্যা, ঝুলমু আমি কোন কদমে মুন টাননের পীড়্যা। […]