নিজে রক্ত দিন অপরকে রক্ত দানে উৎসাহিত করুন ।। শুভ দত্ত সৌরভ

বাগেরহাট

বাগেরহাট


বন্ধন মানুষের জীবনকে দীর্ঘায়ু করে, সমাজে ভালোবাসাকে প্রতিষ্ঠিত করে, আর রক্ত মানুষকে বাঁচায় এবং সেই বন্ধনকে আরো সুদৃঢ় করে। রক্ত দানে কোন জাতপ্রথা বা ভাগ নেই, তাই মানুষ হিসেবে মানুষের জন্য এগিয়ে আসুন। জীবনের জন্য প্রয়োজন রক্তের। রক্তের সংকট যারা ভোগেন তারা আমাদেরই স্বজন, ভাই বোন। অপারেশন ছাড়াও বিভিন্ন কারণে শরীরে রক্তের ঘাটতি হতে পারে। এসময় প্রয়োজন বিশুদ্ধ রক্ত।

রক্ত দেয়ার জন্য প্রয়োজন শুধু একটা সুস্থ শরীর, যেটা সবসময় থাকে না, তাই রক্ত দেয়ার মতো এমন সৌভাগ্য আপনি যে সারাজীবন পাবেন সেটি বলা যায় না। তাই সুস্থাবস্থায় আপনিও আমার মতো এ সুযোগট লুফে নিতে পারেন। সবাই যখন রক্তদানের সকল ভয় দূর করে নিজের দায়িত্ববোধ থেকে রক্তদানে এগিয়ে আসবে তখন মুমূর্ষু রোগীর জন্য রক্তের আর অভাব হবে না। রক্তের চাহিদা পূরণে আরো প্রচুর নতুন রক্তদাতার প্রয়োজন—এই নতুন রক্তদাতাদের উৎসাহিত করতে পারি আমি, আপনি এবং আমরা। আমরা রক্ত দিব এবং সেটি সকলকে জানাব যাতে অন্যরাও রক্ত দানে এগিয়ে আসে।

১জুন, ২০১৮-এ বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারে অবস্থিত শরৎচন্দ্র মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এক মুমূর্ষু রোগীকে রক্ত দান করেছি আমি শুভ দত্ত সৌরভ