নির্বিচারে মানুষ খুনের বিরুদ্ধে জাগো বাংলাদেশ

follow-upnews
0 0

গণজাগরণ মঞ্চ


ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে নিরস্ত্র একরামুল হককে। ফোনের অন্যপাশ থেকে গুলির শব্দ শুনতে হয়েছে স্ত্রী আর সন্তানদের। আমাদের বাংলাদেশ কি এইভাবে নৃশংস হত্যার জনপদ হয়ে যাবে?

এরপরে কাকে ধরে নিয়ে গুলি করে মেরে ফেলা হবে? আপনাকে নয়তো আমাকে। তারপরও চুপ করে থাকবো? আমাদের শরীরে কি মানুষের রক্ত নাই?

এইভাবে প্রতিদিন একটু একটু করে মরার কোনো অর্থ হয়না। কিছু করতে না পারলে আমাদের সবার উচিৎ একসাথে মরে যাওয়া।

রাস্তায় নামুন, চিৎকার করে বলুন

মানুষ হত্যা বন্ধ করতে হবে।
সবাইকে বিচারের অধিকার দিতে হবে।
বিনাবিচারে আর একটা প্রাণও ঝরবে না এই বাংলাদেশে।

যোগ দিন রবিবার বিকাল চারটায় শাহবাগের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে।

Next Post

অব্যক্ত বিষাদ ।। সন্ধ্যা নাথ

শশুরবাড়ি যাবার সময় বাবা তানপুরাটা সঙ্গে দিয়ে দিলেন। গান ছাড়া আমার জীবন চলত না। বাগেরহাট থেকে দড়াটানা নদী পেরিয়ে বিলকুল বা পিঙ্গেরিয়া আমার জন্মভূমি, আমার বাপঠাকুরদাদার গ্রাম। মাটির রাস্তার ধারে দিগন্ত জোড়া ধানের মাঠ। শীতের ফসলহীন শূন্যমাঠে খেলার বন্ধুদের নিয়ে ছোটা আর ছোটা, না জিরিয়ে যতদূর যাওয়া যায়। ফেরার পথে […]
বাংলাদেশ

এগুলো পড়তে পারেন