মানুষেরা এদেশে দ্বিধাদ্বন্দ্বে,
সন্ত্রাসীরা মহানন্দে।
ওরা দেশে থাকে, দাপিয়ে বেড়ায়
পালাতে বিদেশ যায়,
বানের পানি নেমে গেলে
আবার দেশে ফেরে
ফুলের মালা গলায় দিয়ে
আনন্দে ভাসে।
এদেশে
অমানুষদের হাতে ধর্ম
অমানুষদের হাতে মুক্তির গান,
ওরাই আবার দুইয়ে মিলে
সাদা কাপড়ে মহান।
এদেশে মানুষ খুব অল্প,
নতুবা বিপন্ন—
এখানে
আদর্শবাদ আঁকড়ে ধরেছে
মানুষের বিকাশ—
ছুড়ে ফেলতে হবে এসব,
উন্মুক্ত হোক মহাকাশ।