দিব্যেন্দু দ্বীপের কবিতা

দিব্যেন্দু দ্বীপ

♣ ♥ ♠ ♦

সতীত্ব বজায় রেখে তুমি

স্বর্গে যেতে চাইতে পারো না নারী,

যে কোনো একটা তোমায়

ছাড়তেই হবে।

♣ ♥ ♠ ♦

আমি আমার সময়ে

আসতে চেয়েছি,

তুমি তোমার সময়ে

আসতে চেয়েছো।

এই ব্যবধানই আমাদের

ক্লান্ত করে রেখেছে আজীবন।

♣ ♥ ♠ ♦

তোমাকে চাই,

কেমন চাই?

এটা ঠিক চাঁদের মতো,

একটা চাঁদ লাগবে।

এটা ঠিক নদীর মতো,

একটা নদী লাগবে,

এটা ঠিক তোমার মতো,

একটা তুমি লাগবে।

কতো নদী সরোবর,

কতো চাঁদ দিগন্তে-

ঠিক মেলাতে পারো

ভালোবাসার মানে?