দিব্যেন্দু দ্বীপের কবিতা

follow-upnews
0 0

♣ ♥ ♠ ♦

সতীত্ব বজায় রেখে তুমি

স্বর্গে যেতে চাইতে পারো না নারী,

যে কোনো একটা তোমায়

ছাড়তেই হবে।

♣ ♥ ♠ ♦

আমি আমার সময়ে

আসতে চেয়েছি,

তুমি তোমার সময়ে

আসতে চেয়েছো।

এই ব্যবধানই আমাদের

ক্লান্ত করে রেখেছে আজীবন।

♣ ♥ ♠ ♦

তোমাকে চাই,

কেমন চাই?

এটা ঠিক চাঁদের মতো,

একটা চাঁদ লাগবে।

এটা ঠিক নদীর মতো,

একটা নদী লাগবে,

এটা ঠিক তোমার মতো,

একটা তুমি লাগবে।

কতো নদী সরোবর,

কতো চাঁদ দিগন্তে-

ঠিক মেলাতে পারো

ভালোবাসার মানে? 

Next Post

সম্পত্তি আত্মসাৎ-এর অভিযোগে চরমোনাই পীরের বিরুদ্ধে মামলা

চরমোনাইর পীর সৈয়দ মোঃ রেজাউল করিম এবং আরও ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ন্যায্য সম্পত্তি বুঝিয়ে না দেয়ায় গতকাল চরমোনাইর সাবেক পীর মরহুম সৈয়দ মোঃ এছাহাক (রাঃ) ছেলে সৈয়দ রশীদ আহমদ ফিরদাউস বাদী হয়ে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন। মামলা নং-২২৮/২০১৮। বিচারক মামলাটি আমলে […]