শাহিদা সুলতানার কবিতায় রহস্যময় অনুভূতি

কোন কোন বিশেষ বিশেষ দিনে

ইচ্ছে করে কারো খোঁজ নিই–

কফি শপে একসাথে এককাপ কফি,

একটা দীর্ঘ ফোন অথবা

মেসেনজারে ন্যুনতম কয়েকটা মেসেজ।

ইচ্ছে করে খোঁজ নিই

ভাই বোন কারা কারা এলো এ বছরে

দখিনা ঘরের কাজ শেষ হলো কিনা

মাধবীলতার ঝাড় ছুঁয়েছে কি ও বাড়ির দোতলার ছাদ?

এবারের নতুন বইও কি পুরানো বন্ধুকে?

এখনো কি ছুটিগুলো তার সাথে কাটাও সারাদিন–

নাকি বন্ধু হয়েছে নতুন কোন মুখ?

এখনো কি গাড়ীর জানালা খুলে বকুলের মালা কেনো

ট্রাফিকের বিরক্তি ঝরাতে?

বহুদিন খুলিনি আমার পুরানো ডায়েরী

ভুলে গেছি তোমাদের বাড়ির ঠিকানা

ফেসবুকে পাইনি খুঁজে তোমার প্রোফাইল

এ যুগের সকলেই কেন যেন ঘন ঘন

পাল্টায় নিজের পরিচয়!


শাহিদা সুলতানা    শাহিদা সুলতানার কাব্যগ্রন্থ