শাহিদা সুলতানার কবিতায় রহস্যময় অনুভূতি

follow-upnews
0 0

কোন কোন বিশেষ বিশেষ দিনে

ইচ্ছে করে কারো খোঁজ নিই–

কফি শপে একসাথে এককাপ কফি,

একটা দীর্ঘ ফোন অথবা

মেসেনজারে ন্যুনতম কয়েকটা মেসেজ।

ইচ্ছে করে খোঁজ নিই

ভাই বোন কারা কারা এলো এ বছরে

দখিনা ঘরের কাজ শেষ হলো কিনা

মাধবীলতার ঝাড় ছুঁয়েছে কি ও বাড়ির দোতলার ছাদ?

এবারের নতুন বইও কি পুরানো বন্ধুকে?

এখনো কি ছুটিগুলো তার সাথে কাটাও সারাদিন–

নাকি বন্ধু হয়েছে নতুন কোন মুখ?

এখনো কি গাড়ীর জানালা খুলে বকুলের মালা কেনো

ট্রাফিকের বিরক্তি ঝরাতে?

বহুদিন খুলিনি আমার পুরানো ডায়েরী

ভুলে গেছি তোমাদের বাড়ির ঠিকানা

ফেসবুকে পাইনি খুঁজে তোমার প্রোফাইল

এ যুগের সকলেই কেন যেন ঘন ঘন

পাল্টায় নিজের পরিচয়!


শাহিদা সুলতানা    শাহিদা সুলতানার কাব্যগ্রন্থ

Next Post

তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি ২০১৪ ব্যাজের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

শুভ দত্ত সৌরভ, তালা, সাতক্ষীরা ২৪শে আগষ্ট ২০১৮ শুক্রবার সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ১৩০ বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি ২০১৪ ব্যাজের শিক্ষার্থীরা ঈদ পূর্নমিলনীর আয়োজন করেন। উক্ত পূর্নমিলনী তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আড্ডা, নাচ, গান, কৌতুক এর মাধ্যমে একটা আনন্দ […]
dibbendudwip