ডা. গাজী মিজান লিখে গুগলে সার্চ দিলেই তাকে নিয়ে পেয়ে যাবেন অনেকগুলো এরকম প্রতিবেদন। বিপরীতে এমন কোনো নিউজ তাকে নিয়ে কখনও হয়নি যা দিয়ে বোঝা যেতে পারে যে তিনি কোনো ভালো কাজ করেছেন। খুলনার মানুষের সাথে কথা বলেও মি. মিজান সম্পর্কে ভালো কোনো তথ্য পাওয়া গেল না।
দেখুন তাকে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত কয়েকটি প্রতিবেদন:
ডেইলি সংগ্রাম, প্রকাশিত: রবিবার ১৬ অক্টোবর ২০১৬ | প্রিন্ট সংস্করণ
যুগান্তর, ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাংলানিউজ, আপডেট: ২০১৬-১০-১৩ ৬:৪১:৩৪ এএম
রক্তের অপর নাম জীবন। আর এ লাল রক্ত নিয়ে ভয়ঙ্কর কালো বাণিজ্যে মেতে ওঠেছিলো খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতাল। এ সর্বনাশী খেলা রোগীদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।
শুধুই কি তাই মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও রক্ত, প্রয়োজন না হলেও রোগীকে আইসিইউতে রেখে মোটা অঙ্কের অর্থ আদায়, প্যাথলজি রিপোর্টে বিশেষজ্ঞ চিকিৎসকের পরিবর্তে টেকনিশিয়ান স্বাক্ষর করা এবং মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (প্যাথলজি পরীক্ষার কেমিক্যাল) ব্যবহার করে অমানবিক ব্যবসা করে আসছিলো প্রতিষ্ঠানটি।
এসব অভিযোগে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও মালিক ডা. গাজী মিজানুর রহমানসহ ৫ জনকে আটক করে র্যাব।
বুধবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত র্যাব-১ ও র্যাব-৬ এর যৌথ অভিযান শেষে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ডা. গাজী মিজানসহ ৫জনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
গ্রামের কাগজ
https://youtu.be/_iIHX7jH3ac?t=121
গান গাইছেন ডাক্তার. গাজী মিজান।