আমাদের উত্তর:
ধর্মগ্রন্থগুলো পোড়ে কিনা এটা পরীক্ষা করা খুব কঠিন নয়। তাই প্রশ্নটাই আমাদের কাছে বোধগম্য নয়। তবে এ ধরনের কোনো দাবী সমাজে আছে কিনা সেটি আমরা জানার চেষ্টা করেছি। আমরা যেটা জেনেছি–
ইসলাম ধর্ম তথা কোরআন শরীফ সম্পর্কে এরকম দাবী সমাজে থাকলেও অন্য ধর্মের কোনো গ্রন্থ সম্পর্কে এরকম দাবী আমরা খুঁজে পাইনি। কোরআন শরীফ সম্পর্কে এরকম দাবী শুধু মানুষের মুখে নয়, মূল ধারার পত্রিকা কালের কণ্ঠেও আমরা এর অস্তিত্ব পেয়েছি। যেহেতু এই বিষয়গুলোকে ধর্মীয় স্পর্শকাতর বিষয় করে রাখা হয়েছে, ফলে আমরা কোনো উত্তর সরাসরি এখানে দিচ্ছি না, তবে আপনি কেন অপ্রয়োজনীয় এই প্রশ্নটি পাঠক আমাদের কাছে করলেন সেটি আমাদের বোধগম্য নয়। ধন্যবাদ।