এসএম কাইয়ুম-এর পরিচালনায় তানভীর-নীলাঞ্জনা নীলার অন্তর্বর্তী

নীলাঞ্জনা

নীলাঞ্জনা




দর্শকপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। একজন লাক্স তারকা হিসেবে মিডিয়াতে নীলার পথচলা শুরু। বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক। ‘গহীন বালুচর’ সিনেমায় লিজার কণ্ঠে ‘তারে দেখি আমি রোদ্দুরে-দেখি আলো ছায়াতে’ গানটিতে তানভীর ও নীলার পারফর্মেন্স ছিল মনোমুগ্ধকর। চার বছর বিরতির পর তারা দুজন আবারও নতুন একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন। সিনেমার নাম ‘অন্তর্বর্তী’। এটি নির্মাণ করছেন এস এম কাইয়ূম। গেল সপ্তাহে সিনেমাটির নির্মাণ কাজ শুরু হয়েছে। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে নীলাঞ্জনা নীলা বলেন, তানভীরের সঙ্গে কাজ করতে সব সময়ই আমার ভীষণ ভালো লাগে। কারণ ‘গহীন বালুচর’ সিনেমায় কাজ করতে গিয়ে আমাদের দুজনের মধ্যে বেশ ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। যে কারণে শূটিংয়ের আগে থেকেই আমি ভীষণ এক্সাইটেড থাকি। এটাও সত্যি যেহেতু তার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব, রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। তারপরও এই সিনেমাতেও আবারও আমাদের বন্ধুত্বের ভাবনা সরিয়ে গল্পের চরিত্রানুযায়ী কাজ করতে হচ্ছে। ‘অন্তর্বর্তী’ সিনেমার গল্পটা চমৎকার। কাজটা বেশ ভালো লাগা নিয়ে করছি। আবু হোরায়রা তানভীর বলেন, আমি আর নীলা এখন পর্যন্ত যা করেছি বলা যায় সবগুলোই রোমান্টিক কাজ। পরিচালক কাইয়ূম ভাই আমাদের ওপর ভীষণ খুশি, প্রথমত আমরা কলটাইম মেইনটেইন করছি এ কারণে, দ্বিতীয় কাজটা আমরা খুব সিরিয়াসলি করছি বলে। এই সিনেমার গল্পটা মূলত একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কেন্দ্রিক প্রেমের গল্পের সিনেমা। খুব ভালোভাবে কাজটি করা হচ্ছে। আমরা সবাই আশাবাদী কাজটি নিয়ে।