১৯৭১ সালে বাগেরহাট জেলায় সংগঠিত বর্বর গণহত্যার ওপর বইটি নির্মাণ করেছেন সাহিত্যিক ও সাংবাদিক দিব্যেন্দু দ্বীপ। বইটি সম্পর্কে দিব্যেন্দু দ্বীপ বলেন, “আমাদের মুক্তিযুদ্ধের দু’টি দিক— একটি হচ্ছে, যুদ্ধ এবং বিজয়গাঁথা, আরেকটি হচ্ছে, গণহত্যা এবং সর্বস্ব হারানোর বেদনা। বিজয়গাঁথা আমাদের মুক্তির সংগ্রামের আত্মত্যাগ এবং পাকিস্তানি বাহিনী এবং তাদের এ দেশীয় দোসরদের বিভৎসতার দিকটি আড়াল করেছে। শাসকদের উদাসীনতা এবং শোষকদের ষড়যন্ত্রের ফলেও এটি হয়েছে।” দেরী হলেও ’৭১-এর গণহত্যা নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে।
বইটি প্রকাশ করেছে সত্তা প্রকাশনী। সত্তা প্রকাশনী এবং শহীদস্মৃতি সংরক্ষণ কমিটি যৌথভাবে বইটি বাগেরহাট জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে বইটি পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে।