প্রকাশ্যে জঙ্গিবাদের চর্চা করছে ফেসবুকের অনেক গ্রুপ

ইসলাম ধর্ম

ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেজ থেকে জঙ্গবাদী মতবাদ ছড়ানো হচ্ছে। সরাসরি হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এখানে এরকম কিছু পেজ এবং গ্রুপ উল্লেখ করা হলো। নমূনা হিসেবে তাদের কিছু কনটেন্ট দেখানো হলো।এরকম একটি গ্রুপ হচ্ছে ‘শিক্ষক জানালা’। গ্রুপের নাম ‘শিক্ষক জানালা’ হলেও প্রায়শই এ গ্রুপ থেকে উগ্রবাদী মতবাদ ছড়ানো হয়। নিচের কয়েকটি পোস্ট দেখলেই বোঝা যাবে যে, এ গ্রুপ থেকে কী ধরনের উগ্রবাদী কনটেন্ট ছড়ানো হয়।

শিক্ষক জানালা
দেখুন মাদার তেরেসাকে নিয়ে ছড়ানো হচ্ছে কী ধরনের বক্তব্য। লেখা হয়েছে- “ইসলাম ধর্মহীন ভালো কাজের কোনো মূল্য নেই”।
ইসলাম ধর্ম
ইসলাম ধর্মে হত্যা করার বিধান আছে বলে বলা হয়েছে একই গ্রুপে।
দেলোয়ার হোসেন
সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে গাওয়া হয়েছে সাফাই।

 

দেলোয়ার হোসেন সাঈদী
আমাদের প্রিয় পটুয়াখালী‘ নামক একটি গ্রুপ থেকেও একই ধরনের কনটেন্ট ছাড়া হচ্ছে।
মালয়শিয়া
এই পেজ থেকে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হচ্ছে মালয়শিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ জাকির নায়েকের বই।