Headlines

হিন্দুদের বাড়িতে আবারও আগুন, বৃদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আবারও আগুন দেওয়ার পৃথক দুটি ঘটনা ঘটেছে। এর মধ্যে, উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামে ভুপেশ মাঝির বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে নিয়তি চক্রবর্তী নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

এ নিয়ে চতুর্থ বারের মত হিন্দুরের বাড়িঘরে আগুন দেয়া হলো। শেষ আগুন দেয়ার ঘটনায় সেখানে হিন্দু ধর্মাবলম্বী মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার সন্ধ্যা প্রায় পৌনে ৭টায় নাসিরনগর উপজেলা সদরে উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের বাড়িতে আগুন দেয়া হয়েছে।

এর আগে ৫ নভেম্বর তার বাড়িতে আগুন দেয়া হয়েছিল। উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী ও নাসিরনগর থানার ওসি আবু জাফর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

#সংবাদটি চ্যানেল আই অনলাইন থেকে নেওয়া।